OTT দেখতে ভালবাসেন? জেনে নিন Airtel, VI এবং Jio-র ওটিটি সুবিধা বিশিষ্ট প্রিপেড প্ল্যানের বিষয়ে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Airtel, Vi, বা Reliance Jio-র মতো সমস্ত টেলিকম অপারেটররা এর জন্য বেশ কিছু প্রি-পেড প্ল্যান চালু করেছে।
advertisement
1/13

ওটিটি (OTT) প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা প্রিপেড প্ল্যানের অংশ হয়ে উঠেছে। Airtel, Vi, বা Reliance Jio-র মতো সমস্ত টেলিকম অপারেটররা এর জন্য বেশ কিছু প্রি-পেড প্ল্যান চালু করেছে। এক নজরে দেখে নেওয়া যাক, তেমনই কিছু প্রিপেড প্ল্যান, যা গ্রাহকদের OTT সাবস্ক্রিপশন অফার করে।
advertisement
2/13
Airtel-এর ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যান - সবচেয়ে সস্তা Airtel-এর প্রিপেড প্ল্যান। যা ওটিটি (OTT) সুবিধা দেয় আর এর দাম হল মাত্র ৩৯৯ টাকা। এটির ভ্যালিডিটি ২৮ দিনের। আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং প্রতিদিন ২.৫ জিবি করে ডেটার সুবিধা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। এর সঙ্গে এটি ৩ মাসের জন্য একটি Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করে।
advertisement
3/13
Airtel-এর ৪৯৯ টাকার প্রিপেড প্ল্যানটি ৩ মাসের জন্য Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশন অফার করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ২৮ দিনের বৈধতা। আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS)-এর সুবিধা পাওয়া যাবে।
advertisement
4/13
Airtel-এর ৬৯৯ টাকার প্রিপেড প্ল্যান - প্ল্যানটিতে থাকছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং ৩ জিবি করে দৈনিক ডেটা। এগুলি ছাড়াও এই প্ল্যানে পেয়ে যাবেন অ্যামাজন প্রাইমের মেম্বারশিপও। আর এই প্ল্যানটিতে রয়েছে ৫৬ দিনের ভ্যালিডিটি।
advertisement
5/13
Airtel-এর ৭১৯ টাকার প্রিপেড প্ল্যান - এই প্ল্যান ৮৪ দিনের জন্য ভ্যালিড থাকবে। আনলিমিটেড কলিং, ১.৫ জিবি করে দৈনিক ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS)-এর সুবিধা অফার করে থাকে। এর পাশপাশি গ্রাহকেরা ৩ মাসের জন্য একটি কম্প্লিমেন্টারি Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।
advertisement
6/13
Airtel-এর ৭৭৯ টাকার প্রিপেড প্ল্যানটি ৩ মাসের জন্য Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা অফার করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ৮০ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS)।
advertisement
7/13
Airtel-এর ৮৩৯ টাকার প্রিপেড প্ল্যানটি ৩ মাসের জন্য Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ৮৪ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS)।
advertisement
8/13
Airtel এর ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান- এই প্ল্যানে থাকছে ৮৪ দিনের ভ্যালিডিটি। এর পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS) এবং ২.৫ জিবি করে দৈনিক ডেটা। আর এই প্ল্যানে Disney+Hotstar এবং Amazon Prime-এর সাবস্ক্রিপশন উভয় সুবিধাই পাওয়া যাবে।
advertisement
9/13
VI-এর ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যান - এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS) এবং প্রতিদিন ২.৫ জিবি করে ডেটার সুবিধা দেওয়া হয়। প্ল্যানটিতে ৩ মাসের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে এবং এই প্ল্যানের ভ্যালিডিটি হল ২৮ দিন। ব্যবহারকারীরা এই সংস্থার মোবাইল অ্যাপ ব্যবহার করলে VI প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ৫ জিবি ডেটার সুবিধা পাবেন।
advertisement
10/13
VI এর ৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান - ২৮ দিনের ভ্যালিডিটি বিশিষ্ট এই প্ল্যানে ১ বছরের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS)-এর সুবিধা পেয়ে যাবে গ্রাহকেরা। সেই সঙ্গে এটি অতিরিক্ত ৫ জিবি ডেটাও অফার করে।
advertisement
11/13
VI এর ৬০১ টাকার প্রিপেড প্ল্যান - প্ল্যানটিতে পাওয়া যাবে ১ বছরের জন্য Disney+Hotstar সাবস্ক্রিপশনের সুবিধা। এ ছাড়া আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি করে ডেটা এবং অতিরিক্ত ১৬ জিবি করে ডেটার সুবিধা তো থাকছেই।
advertisement
12/13
VI এর ৯০১ টাকার প্রিপেড প্ল্যান - প্ল্যানটিতে মিলবে ৭০ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS) এবং ৩ জিবি করে দৈনিক ডেটার সুবিধা। এর পাশাপাশি এই প্ল্যানে ১ বছরের জন্য Disney+ Hotstar সাবস্ক্রিপশন এবং ৪৮ জিবি অতিরিক্ত ডেটার সুবিধাও পেয়ে যাবে গ্রাহকেরা।
advertisement
13/13
রিলায়েন্স জিও-র কাছে ওটিটি সুবিধা রয়েছে, এমন কোনও ধরনের প্রিপেড প্ল্যান আপাতত নেই।