Mobile Phone SIM: দুটো সিম একটাই ফোনে, রিচার্জ করতে করতে পকেট ফাঁকা, এবার জেনে নিন সস্তার রিচার্জ, তরতর করে চলবে সিম
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Mobile Phone SIM: সিম সক্রিয় রাখতে চান, অথচ বেশি খরচ করতে চাইছেন না? তাহলে Vodafone Idea-র এই দু’টি প্ল্যান আপনার জন্যই; জেনে নিন বিশদে
advertisement
1/7

: বর্তমানে আমাদের দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হয়ে উঠেছে Vodafone Idea বা Vi। সম্প্রতি নতুন দুটি বাজেট-ফ্রেন্ডলি প্রিপেড প্ল্যানের কথা ঘোষণা করল এই টেলিকম সংস্থা। যার দাম শুনলে বিশ্বাসই হবে না! আসলে এই প্ল্যান দুটি নিলে ব্যবহারকারীদের ১৫০ টাকাও খরচ করতে হবে না। Photo- Representative
advertisement
2/7
তবে মনে রাখা আবশ্যক যে, এই মুহূর্তে শুধুমাত্র বাছাই করা সার্কলেই এই প্ল্যানের সুবিধা পাওয়া যাচ্ছে। মূলত তাঁদের জন্য এই সুবিধা আনা হয়েছে, যাঁরা খুব কম কল করেন কিংবা ইন্টারনেটও কম ব্যবহার করেন। অর্থাৎ যাঁরা কম খরচে সিম সক্রিয় রাখতে চান, তাঁদের জন্যই এই প্ল্যান। Photo- Representative
advertisement
3/7
সস্তার এই দুই প্ল্যানের খরচ ১২৮ টাকা। যার ভ্যালিডিটি ১৮ দিন। এই প্ল্যানের ক্ষেত্রে মিলবে ১০০ এমবি ডেটা। ব্যবহারকারী যদি সব সময় Wi-Fi-ও ব্যবহার করেন, তাঁদের জন্য এই পরিমাণ ডেটা পর্যাপ্ত। সেই সঙ্গে আরও একটি সুবিধা মিলবে। সেটা হল - ১০ লোকাল অন-নেট নাইট মিনিটস। যা ব্যবহার করা যাবে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত। যদিও সমস্ত কল এবং ন্যাশনাল কলের জন্য খরচ হবে সেকেন্ড প্রতি ২.৫ পয়সা। তবে এসএমএস পাঠানো যাবে না। Photo- Representative
advertisement
4/7
এরপরের প্ল্যানটি হল ১৩৮ টাকার প্ল্যান। এর ভ্যালিডিটি একটু বেশি। অর্থাৎ এই প্ল্যানের ভ্যালিডিটি ২০ দিন। এক্ষেত্রেও মিলবে ১০ লোকাল অন-নেট নাইট মিনিটস। যা ব্যবহার করা যাবে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত। সেই সঙ্গে পাওয়া যাবে ১০০ এমবি মোবাইল ডেটা। সমস্ত লোকাল এবং ন্যাশনাল কলের ক্ষেত্রে খরচ হবে সেকেন্ড প্রতি ২.৫ পয়সা। এক্ষেত্রেও কোনও এসএমএস পাঠানো যাবে না। Photo- Representative
advertisement
5/7
বলে রাখা ভাল যে, এই নতুন ১২৮ টাকা এবং ১৩৮ টাকার প্ল্যান দুটি আপাতত সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র মহারাষ্ট্র ও গোয়া, কর্নাটক, চেন্নাই, কেরল এবং কলকাতার মতো জায়গায় এই প্ল্যান সীমিত রাখা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, এই দুই নয়া প্ল্যানের সুবিধা। Photo- Representative
advertisement
6/7
১২৮ টাকার প্ল্যান:ডেটা: ১০০ এমবিকল: ১০ লোকাল অন-নেট নাইট মিনিটস (রাত ১১টা থেকে ভোর ৬টা)এসএমএস: আউটগোয়িং এসএমএস-এর সুবিধা মিলবে নাসুবিধা: সমস্ত লোকাল এবং ন্যাশনাল কলের জন্য খরচ হবে সেকেন্ড প্রতি ২.৫ পয়সা, রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইট মিনিটস এবং আউটগোয়িং এসএমএস-এর সুবিধা মিলবে না।ভ্যালিডিটি: ১৮ দিনদৈনিক মূল্য: ৭.১১ টাকা Photo- Representative
advertisement
7/7
১৩৮ টাকার প্ল্যান:ডেটা: ১০০ এমবিকল: ১০ লোকাল অন-নেট নাইট মিনিটস (রাত ১১টা থেকে ভোর ৬টা)এসএমএস: আউটগোয়িং এসএমএস-এর সুবিধা মিলবে নাসুবিধা: সমস্ত লোকাল এবং ন্যাশনাল কলের জন্য খরচ হবে সেকেন্ড প্রতি ২.৫ পয়সা, রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইট মিনিটস এবং আউটগোয়িং এসএমএস-এর সুবিধা মিলবে না।ভ্যালিডিটি: ২০ দিনদৈনিক মূল্য: ৬.৯০ টাকা Photo- Representative