TRENDING:

Mobile Phone Charging: মোবাইলের ব‍্যাটারি ১০%, ২০% নাকি ৫০%, কত থাকলে ফোন চার্জে বসানো উচিত? এই ভুলেই দফারফা হচ্ছে ব‍্যাটারির

Last Updated:
Mobile Phone Charging: একটি খুব চেনা এবং বড় ভুল হল, ভুলভাল ভাবে ফোন চার্জ করা। মোবাইল ফোন নির্দিষ্ট সময় অন্তর চার্জে বসানো খুব জরুরি। চার্জ ছাড়া অচল ফোন।
advertisement
1/12
মোবাইলের ব‍্যাটারি ১০%, ২০% নাকি ৫০%, কত থাকলে ফোন চার্জে বসানো উচিত? এই ভুলেই দফারফা হচ্ছ
সকালের ঘুম ভাঙার অ‍্যালার্ম থেকে রাতে ‘রিলে’ আটকে চোখ, প্রত‍্যেকের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে মোবাইল ফোন। কিন্তু মোবাইল ফোনকে কেবল ব‍্যবহার করা নয়, যত্নে রাখাও জরুরি।
advertisement
2/12
সঠিকভাবে ব‍্যবহার না করলে সাধ করে দাম দিয়ে কেনা স্মার্টফোনটির খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। মোবাইল ফোনে সারাদিন খোঁচাখুচি করলেও বেশিরভাগ ‍ব‍্যবহারকারী খুব ছোট্ট কয়েকটি ভুল করে বসেন মোবাইল ফোনের ক্ষেত্রে।
advertisement
3/12
তার মধ‍্যে একটি খুব চেনা এবং বড় ভুল হল, ভুলভাল ভাবে ফোন চার্জ করা। মোবাইল ফোন নির্দিষ্ট সময় অন্তর চার্জে বসানো খুব জরুরি। চার্জ ছাড়া অচল ফোন।
advertisement
4/12
কিন্তু কখন বসাচ্ছেন ফোন চার্জে। কারও কারও ক্ষেত্রে দেখা যায়, ব‍্যাটারি সামান‍্য কমতে না কমতেই ফের ফোনকে বসিয়েদেন চার্জে।
advertisement
5/12
আবার কোনও কোনও ব‍্যবহারকারী ফোনের ব‍্যাটারি একেবারে লাল হওয়া পর্যন্ত ফোনকে চার্জে বসান না। কিন্তু কোনটা সঠিক? ফোনের ব‍্যাটারি ঠিক কততে পৌঁছলে ফের চার্জে বসানো উচিত?
advertisement
6/12
এই প্রতিবেদনে রইল ফোনের চার্জ সম্পর্কিত এই চেনা জিজ্ঞাসার সঠিক উত্তর। এইভাবে সঠিক নিয়ম মেনে চার্জ করলে দীর্ঘদিন ভাল থাকবে সকলের ফোনের ব‍্যাটারি।
advertisement
7/12
বিশেষজ্ঞদের মতে, ফোনের ব‍্যাটারির অবস্থা বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।
advertisement
8/12
যাঁদের ফোনের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাঁদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ০ শতাংশ থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার ৮০ শতাংশের উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়ে যায়।
advertisement
9/12
যদিও ব্যাটারির ওভার চার্জিংয়ের কোনও ঝুঁকি থাকে না। মনে করা হয় যে, আজকাল ব্যাটারি হেলথের জন্য ফোনে একাধিক বিল্ট-ইন ফিচার থাকে। ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভাল।আবার ধরা যাক, কারওর দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে।
advertisement
10/12
ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভাল।আবার ধরা যাক, কারওর দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে।
advertisement
11/12
সেক্ষেত্রে অর্ধেক চার্জ করাটাই সবথেকে ভাল বিকল্প। অ্যাপলের পরামর্শ, প্রতি ৬ মাসে অন্তত ১ বার ফোন চালু করতে হবে। আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।
advertisement
12/12
আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mobile Phone Charging: মোবাইলের ব‍্যাটারি ১০%, ২০% নাকি ৫০%, কত থাকলে ফোন চার্জে বসানো উচিত? এই ভুলেই দফারফা হচ্ছে ব‍্যাটারির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল