TRENDING:

Mobile Phone Charge: ফোনের চার্জ কমে গেলেই ১০০% চার্জ করেন! ছোট্ট ভুলেই বারোটা বাজছে ব্যাটারির, কত শতাংশ চার্জ করা সঠিক জানুন

Last Updated:
Charging Tips: বিশেষত ফোনের ব্যাটারি ভাল রাখার ক্ষেত্রে চার্জিংয়ের ভূমিকাও অত্যন্ত জরুরি৷ তাই ফোন ঠিক কত পরিমাণ চার্জ করা সঠিক তা জেনে নেওয়া খুব প্রয়োজন৷
advertisement
1/9
ফোনের চার্জ কমে গেলেই ১০০% চার্জ করেন! ছোট্ট ভুলেই বারোটা বাজছে ব্যাটারির
ফোনের চার্জ কম থাকা একেবারেই ভাল নয়। ফোনে চার্জ কমে গেলেই ফোন বসিয়ে দিতে হয় চার্জে। ফোনের কম থাকা একেবারেই উচিত নয়। কিন্তু ফোনের চার্জ ‘ফুল’ অর্থাৎ ১০০% পর্যন্ত চার্জ করা কি ঠিক?
advertisement
2/9
ফোনের ব্যাটারিই ভাল থাকা খুব জরুরি৷ বিশেষজ্ঞরা বলেন ফোন ব্যবহার করতে গিয়ে হতে থাকা খুব ছোট ছোট কিছু ভুলেই বড় ক্ষতি হতে পারে ব্যাটারির৷ ছোট্ট অসাবধানতা ধীরে ধীরে আপনার ফোনের ব্যাটারি হেলথের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে৷
advertisement
3/9
বিশেষত ফোনের ব্যাটারি ভাল রাখার ক্ষেত্রে চার্জিংয়ের ভূমিকাও অত্যন্ত জরুরি৷ তাই ফোন ঠিক কত পরিমাণ চার্জ করা সঠিক তা জেনে নেওয়া খুব প্রয়োজন৷
advertisement
4/9
ফোনকে ১০০% চার্জ করলে কী কী ধরণের সমস্যা হতে পারে?স্মার্টফোনে বিশেষত লিথিয়াম-আয়ন (Lithium-ion) ব্যাটারিগুলি ব্যবহার হয়, যাদের চার্জ সাইকেল সীমিত থাকে। বারবার ১০০% পর্যন্ত চার্জ করার ফলে এগুলি দ্রুত খারাপ হয়।
advertisement
5/9
যখন ফোনকে বারবার পুরোপুরি ১০০% পর্যন্ত চার্জ করা হয়, তখন ব্যাটারি দ্রুত তার সর্বাধিক ক্ষমতা হারাতে শুরু করে। এর ফলে ব্যাটারি আগের মতো চার্জ ধরে রাখতে পারে না এবং দ্রুত শেষ হয়ে যায়, একে ব্যাটারি ডিগ্রেডেশন বলা হয়।
advertisement
6/9
১০০% চার্জ হলে ব্যাটারির উপর হাই ভোল্টেজের খুব বেশি চাপ পড়ে। এই হাই ভোল্টেজ ব্যাটারির কেমিক্যাল স্ট্রাকচারকে ধীরে ধীরে ক্ষতি করে। এই কারণেই এক্সপার্টরা ব্যাটারিকে ৮০-৯০% এর মধ্যে রাখার পরামর্শ দেন, যাতে ব্যাটারির উপর চাপ কম পড়ে।
advertisement
7/9
যখন ফোন ১০০% চার্জ হয়ে যায়, তখন চার্জার এবং ব্যাটারির মধ্যে এনার্জির ব্যালেন্স বজায় রাখার জন্য এনার্জিকে নিয়ন্ত্রণ করতে হয়। এই প্রক্রিয়ায় মোবাইল গরম হতে পারে। ক্রমাগত ওভারহিটিংয়ের ফলে ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়।
advertisement
8/9
বেশিরভাগ মানুষ রাতভর ফোনকে চার্জে লাগিয়ে রেখে দেন। এর ফলে ফোন ক্রমাগত ১০০% চার্জ স্টেটে থাকে এবং মাইক্রো-চার্জিং লুপগুলি ক্রমাগত ৯৯-১০০% এর মধ্যে চার্জ হতে থাকে। এই লুপগুলি ব্যাটারির জন্য অত্যন্ত ক্ষতিকর।
advertisement
9/9
ব্যাটারির আয়ু বাড়ানোর সঠিক উপায়১. ফোনকে ২০% এর নীচে যেতে দেবেন না এবং ৮০% এর উপরে চার্জ না করাই শ্রেয়৷২. রাতভর চার্জিংয়ে লাগিয়ে রাখা মোটেই উচিত নয়৩. ফাস্ট চার্জিংয়ের ব্যবহার কম করা উচিত, এতে ফোন দ্রুত গরম হয়৪. সবসময় আসল বা ব্র্যান্ডেড চার্জারই ব্যবহার করাই ভাল (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mobile Phone Charge: ফোনের চার্জ কমে গেলেই ১০০% চার্জ করেন! ছোট্ট ভুলেই বারোটা বাজছে ব্যাটারির, কত শতাংশ চার্জ করা সঠিক জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল