TRENDING:

Smartphone Under 22k: দুর্দান্ত ফোন বদলে দেবে জীবন! একবার ফুল চার্জে চলবে ৪৫ দিন, আছড়ে পড়ুক, জলে ডুবুক মোটেই খারাপ হবেনা

Last Updated:
Oukitel WP21: দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, পড়ুক তবুও কোনও ভাবেই ফোন চলবে না
advertisement
1/11
দুর্দান্ত ফোন! একবার ফুল চার্জে চলবে ৪৫ দিন, আছড়ে পড়ুক, জলে ডুবুক খারাপ হবেনা
প্রত্যেকের এই ধরনের স্মার্টফোন দরকার যা পড়ে গেলেও খারাপ হবেনা জলে ডুবলেও কারাপ হবেনা ৷ Oukitel-এর লেটেস্ট হ্যান্ডসেট সেই ধরনের সমস্ত চাহিদা পূরণ করবে ৷ এটাই সব থেকে বেস্ট অপশন হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
Oukitel WP21 দুর্দান্ত ফিচারের ফোন ৷ 9,800 mAh ব্যাটারি, 120hz AMOLED-এর প্যানেল, MediaTek Helio G99 চেপসেটের সঙ্গে আরও অনেক ফিচার রয়েছে ৷ একনজের Oukitel WP21 দাম ও ফিচার সম্পর্কে জেনে নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
Oukitel WP21 में FHD+রেজেলিউশন সঙ্গে 6.78 ইঞ্চির ডিস্প্লে ৷ একই সঙ্গে 120Hz রিফ্রেশ রেট ৷ অত্যন্ত আকর্ষণীয় ৷ সব থেকে বড় কথা এই ডিস্প্লেতে AOD সাপোর্ট করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
একই সঙ্গে নটিফিকেশন, মিউজিক, কন্ট্রোল, য়ুফাইন্ডারের মত কাজ করে ৷ সংস্থার পক্ষে পেশ করা হয়েছে আলাদা আলাদা ব্যাচ প্রয়োগ করা হয়েছে ৷ বাইরের স্ক্রিন সম্পর্কে নানান রূপে বদলে যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
Oukitel WP21 Camera ফটোগ্রাফির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রগ্ড অ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে 64MP Sony IMX, 686 প্রধান সেন্সর, 20MP নাইট ভিশন ক্যামেরা, 2MP ম্যাক্রো ইউনিট আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
Oukitel WP21 IP68 ওয়াটার রেজিস্টার ও IP69K ডাস্ট রেজিস্টার বা ধুলো আটকাতে পারে এমন প্রযুক্তি রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
MIL-STD-810H-এর অনুরূপে রয়েছে ৷ সমস্ত জলবায়ুর সঙ্গে সমানতালে বজায় রাখতে পারে এই ফোন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
স্মার্টফোন Helio G99 চিপসেটের সাহায্য সঞ্চালিত হয়েছে 6nm প্রসেসে বানানো হয়েছে ৷ এতে 9,800mAh ব্যাটারি আছে ৷ এতে দাবি করা হয়েছে একবার চার্জ দিলে ফোন চলবে ১,১৫০ ঘণ্টা পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
লাগাতার ১২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক হতে পারে একবার চার্জ দিলেই ৷ 12GB র‍্যাম, 256GB স্টোরেজ থাকছে ৷ যাতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
ফোনের পরিমাপ 177.3 x 84.3 x 14.8 মাপ ৷ ওজন ৩৯৮ গ্রাম, এটি NFC, GNSS পজিশনিং ও ব্লুটুথ 5.0 সাপোর্ট করে ৷ সফটওয়্যার এটিতে Android 12 OS-এ চলতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
Oukitel WP21 $280 (22,922 টাকা) থেকে দাম শুরু হয়েছে ৷ ২৪ নভেম্বর থেকে অলিওএক্সপ্রেসের মাধ্যমে কেনাকাটা করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Under 22k: দুর্দান্ত ফোন বদলে দেবে জীবন! একবার ফুল চার্জে চলবে ৪৫ দিন, আছড়ে পড়ুক, জলে ডুবুক মোটেই খারাপ হবেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল