108MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর-সহ আসছে OnePlus Nord CE 3 5G, লঞ্চের আগেই ফাঁস তথ্য
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে যে OnePlus Nord CE 3 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
1/6

OnePlus এই বছরে লঞ্চ করেছে তাদের OnePlus Nord Ce 2 ফোন। এখন শোনা যাচ্ছে যে OnePlus কোম্পানি নিয়ে আসতে চলেছে নতুন একটি ফোন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus কোম্পানি তাদের নতুন OnePlus Nord CE 2 5G ফোন নিয়ে আসতে চলেছে। এখন এই ফোন নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
advertisement
2/6
জানা গিয়েছে যে এই ফোন ২০২৩ সালে লঞ্চ করা হতে পারে। কিন্তু OnePlus কোম্পানির তরফে এই ফোনের লঞ্চের তারিখ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। জানা গিয়েছে যে OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
3/6
Onleaks এবং GadgetGang ইতিমধ্যেই এই স্মার্টফোনের বেশ কয়েকটি ফিচার ফাঁস করে দিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী OnePlus Nord CE 2 5G ফোনের ফিচার অনেকটাই OnePlus Nord CE 2 Lite-এর মতো। কিন্তু নতুন OnePlus Nord CE 2 5G ফোনে বেশ কয়েকটি ফিচার আপগ্রেড করা হয়েছে।
advertisement
4/6
লিক হওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ এইচজেড রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত। OnePlus Nord CE 2 5G ফোনের দাম বাজেটে রাখার জন্য ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।
advertisement
5/6
জানা গিয়েছে যে OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সিং লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
advertisement
6/6
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে সিকিউরিটির জন্য OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক ফিচার। জানা গিয়েছে যে OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ৬৭ ডবলু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত।