TRENDING:

ফের ফাঁস হল OnePlus 7-র ছবি, কী কী থাকতে পারে এই স্মার্টফোনে

Last Updated:
advertisement
1/10
ফের ফাঁস হল OnePlus 7-র ছবি, কী কী থাকতে পারে এই স্মার্টফোনে
খুব শীঘ্রই বাজারে অয়াস্তে চলেছে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন OnePlus 7। অনেক দিন ধরেই অনেক জল্পনা কল্পনা চলছে আই ফোনে নিয়ে। (Image: @OnLeaks)
advertisement
2/10
অনেকবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে এই ফোনের ছবি আর স্পেসিফিকেশন। ফের ফাঁস হল এই ফোনের বেশ কয়েকটি ফটো। (Image: @OnLeaks)
advertisement
3/10
নতুন এই ছবিতে পপ-আপ সেলফি ক্যামেরার সাথে ট্রিপল রিয়ার ক্যামেরাও দেখা গিয়েছে। (Image: @OnLeaks)
advertisement
4/10
এই প্রথম কোন OnePlus ফোনে দেখা জেতে পারে স্ক্রীন করভিং । OnePlus 6T-র মতন এই ফনেও থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গর প্রিন্ট সেন্সর। (Photo collected)
advertisement
5/10
OnePlus 7 থাকবে লেটেস্ট Snapdragon 855, সাথে থাকতে পারে 6GB RAM আর 128GB ষ্টোরেজ। (Image: @OnLeaks)
advertisement
6/10
OnePlus 6T-র মতন অন্য আরও ভেরিয়েন্ট যেমন 8/256GB আর 12/512GB। (Photo collected)
advertisement
7/10
OnePlus 7 এ থাকবে অ্যান্ড্রয়েড 9 Pie আর তাঁর উপরে চবে লেটেষ্ট Oxygen OS। তবে এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে কি না তা এখন জানা যায় নি। (Image: @OnLeaks)
advertisement
8/10
যেই কথাগুলো শোনা যাছে তা যদি সত্যি হয় তা হলে ফোনে তাকতে চলেছে 4,150mAh এর ব্যাটারি। (Photo collected)
advertisement
9/10
OnLeaks ও PriceBaba-তে OnePlus 7 এর যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ফোনে নীচে থাকছে USB Type-C আর স্পিকার গ্রিল। তবে এই ফোনে কোনও 3.5 মিমি হেডফোন জ্যাক দেখা যায়নি। (Photo collected)
advertisement
10/10
OnePlus 7 লঞ্চ হতে পারে মে মাসে। দাম শুরু হবে 35,000 টাকা থেকে। (Image: SlashLeaks)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফের ফাঁস হল OnePlus 7-র ছবি, কী কী থাকতে পারে এই স্মার্টফোনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল