TRENDING:

মে মাসেই বাজারে আসতে চলেছে OnePlus-এর ২টি নতুন ফোন !

Last Updated:
advertisement
1/8
মে মাসেই বাজারে আসতে চলেছে  OnePlus-এর ২টি নতুন ফোন !
বেশ কয়েকবার সামনে এসেছে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন OnePlus 7 ছবি। এবার অনলাইনে সামনে এল ফোন লঞ্চের দিন।
advertisement
2/8
অনলাইন টিপসটার ঈশান আগরওয়াল একটি ট্যুইটে লেখেন যে 14 মে লঞ্চ হবে OnePlus 7। তার মানে আর কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাব ফোনটির অফিসিয়াল টিজার। (Image: @OnLeaks)
advertisement
3/8
মনে করা হচ্ছে এক ইভেন্টে তিনটি ফোন লঞ্চ করবে OnePlus 7- OnePlus 7, OnePlus 7 Pro আর OnePlus 7 Pro 5G। যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায় নি। (Image: @OnLeaks)
advertisement
4/8
সম্প্রতি Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে OnePlus 7 Pro ফোনটি। (Image: @OnLeaks)
advertisement
5/8
Weibo-র একটি পোস্টে দেখা গেছে যে OnePlus 7-এ রয়েছে ডুয়াল এজ ডিসপ্লে, Samsung-এর ফ্ল্যাগশিপ ফোনগুলির মতন। ডিসপ্লেতে নাই কোন নচ বা হোল, তার মানে ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। (Image: @OnLeaks)
advertisement
6/8
সেই পোস্টে ফোনের পিছন দিকের ছবি নেই, তাই এখন বলা যাচ্ছে না যে কেমন সেট-আপ থাকবে ক্যামেরার। যদিও একটি ছবিতে দেখা গেছে About Phone স্ক্রিন। তাতে জানা যাচ্ছে যে ফোনে থাকবে 6.67 ইঞ্চি সুপার অপটিক ডিসপ্লে। ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট।
advertisement
7/8
সাথেই জানা গিয়েছে যে ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা জার মধ্যে থাকবে একটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 16 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
8/8
তিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে যে OnePlus 7 এ থাকবে 6.5 ইঞ্চি fullHD+ এমলেড ডিসপ্লে। ফোনের বেশ মডেলে থাকবে কমপক্ষে 6GB RAM, Snapdragon 855 প্রসেসর। ফোনের ভীতরে থাকতে পারে 4,000mAh ব্যাটারি আর OnePlus 7 এ থাকবে অ্যান্ড্রয়েড 9 Pie আর তাঁর উপরে চবে লেটেষ্ট Oxygen OS। (Image: @OnLeaks)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মে মাসেই বাজারে আসতে চলেছে OnePlus-এর ২টি নতুন ফোন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল