TRENDING:

মোবাইল নম্বর কেন ৬,৭,৮,৯ দিয়েই শুরু হয়? পিছনে রয়েছে বড় কারণ

Last Updated:
Mobile Number: কেন মোবাইল নম্বর ৬,৭,৮,৯ দিয়েই শুরু হয়? কারণটা জেনে নিন।
advertisement
1/5
মোবাইল নম্বর কেন ৬,৭,৮,৯ দিয়েই শুরু হয়? পিছনে রয়েছে বড় কারণ
মোবাইল ছাড়া এখন অনেকের পক্ষেই একটা দিনও কাটানো অসম্ভব। স্মার্টফোন এখন অনেকের জীবনের অঙ্গ।
advertisement
2/5
তবে অনেকেই জানেন না, কেন ভারতে মোবাইল নম্বর ৬,৭,৮ বা ৯ দিয়ে শুরু হয়!
advertisement
3/5
অনেকেই এখন মোবাইলে কথা বলার থেকে বেশি টেক্সট করেন। চ্যাটিং-এ কথা বলেন বহু মানুষ।
advertisement
4/5
আসলে 1 বিশেষ সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়। যেমন পুলিশ, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ইত্যাদি ক্ষেত্রে। ল্যান্ডলাইন নম্বরগুলি 2, 3, 4 বা 5 দিয়ে শুরু হয়, তাই মোবাইল নম্বরগুলি বাকি সংখ্যা 6, 7, 8 এবং 9 দিয়ে শুরু হয়।
advertisement
5/5
মোবাইল নম্বর অবশ্য আপনি বেছেও নিতে পারেন। তবে সেক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মোবাইল নম্বর কেন ৬,৭,৮,৯ দিয়েই শুরু হয়? পিছনে রয়েছে বড় কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল