TRENDING:

Nokia G20 Sale: ফের বাজার কাঁপাতে এল Nokia, ১৩ হাজার টাকারও কমে এত ফিচার্স আর কে দেবে!

Last Updated:
নোকিয়া (Nokia G20) যেন নতুন করে আবার প্রতিযোগিতায় ফিরে এল।
advertisement
1/5
ফের বাজার কাঁপাতে এল Nokia, ১৩ হাজার টাকারও কমে এত ফিচার্স আর কে দেবে!
Nokia. নামটা শুনলেই কেমন যেন বিশ্বাসযোগ্যতা জন্মে যায়। সেই নোকিয়া আৎও একবার বাজার কাঁপাতে এল। Nokia G20- ভারতে বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর বেশ কিছু অফার পাওয়া যাচ্ছে।
advertisement
2/5
৭ জুলাই প্রি বুকিং শুরু হয়েছিল। ১৩ হাজার টাকারও কম দামে ভাল ব্যাটারি ও ফিচার্স। নোকিয়া যেন নতুন করে আবার প্রতিযোগিতায় ফিরে এল।
advertisement
3/5
৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ ভ্য়ারিয়েন্ট Nokia G20-দাম ১২৯৯০ টাকা। অ্য়ামাজনে পাবেন এই ফোন। প্রি-বুকি যারা করিয়েছেন তারা পাবেন ৫০০ টাকা ছাড়।
advertisement
4/5
অ্যামাজনে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে পাঁচ শতাংশ ক্যাশব্যাক। ফোনের সঙ্গে নোকিয়া পাওয়ার ইয়ারবাডস লাইট নিলে ২০৯৯ টাকা ছাড়। নো কস্ট ইএমআই-তে এই ফোন নেওয়ারও সুবিধা থাকছে।
advertisement
5/5
ডুয়েল সিম (ন্যানো) Nokia G20 Android 11 চলবে। 20:9 অ্যাসপেক্ট রেসিও-র সাড়ে ৬ ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। সেলফি ক্যামেরার জন্য নচ থাকছে। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। সেকেন্ডারি ৫। বাকি দুটি 2-2 মেগাপিক্সেল। থাকছে 5050mah ব্যাটারি। ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Nokia G20 Sale: ফের বাজার কাঁপাতে এল Nokia, ১৩ হাজার টাকারও কমে এত ফিচার্স আর কে দেবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল