TRENDING:

দেশে ফিরে আসছে নকিয়া-র ক্লাসিক 2660 Flip ফোন, জেনে নিন দাম কত

Last Updated:
Nokia 2660 Flip ফোনটিতে ডুয়াল স্ক্রিনের সুবিধা রয়েছে। Nokia 2660 Flip ফোনের দাম মাত্র ৪,৬৯৯ টাকা।
advertisement
1/6
দেশে ফিরে আসছে নকিয়া-র ক্লাসিক 2660 Flip ফোন, জেনে নিন দাম কত
HMD Global–এর মালিকানাধীন Nokia এবার ভারতে তার ফিচার ফোন আনতে চলেছে। ভারতের ‘চির পুরাতন’ মোবাইল নির্মাতা সংস্থা এবার এ দেশে আনতে চলছে Nokia 2660 Flip ফোন। ফোনটিতে ডুয়াল স্ক্রিনের সুবিধা রয়েছে, এ ছাড়াও এতে একটি ছোট স্ক্রিন এবং একটি মাঝারি বড় ডিসপ্লের সুবিধে রয়েছে। এটি সামনের দিকে ফ্লিপ সাপোর্টিং মোডে রয়েছে। এই ফিচার ফোনটিতে একটি T9 কি-বোর্ডও দেওয়া রয়েছে।
advertisement
2/6
Nokia 2660 Flip ফোনের দাম মাত্র ৪,৬৯৯ টাকা। এটি নীল, কালো এবং লাল রঙের অপশনে বাজারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এটি Nokia অনলাইন স্টোর এবং যে কোনও শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইটগুলির পাশাপাশি সারা দেশে যে কোনও খুচরো দোকানগুলিতেও পাওয়া যাবে।
advertisement
3/6
Nokia 2660 Flip ফোনে থাকছে ২.৮ ইঞ্চি ইন্টার ডিসপ্লে। স্ক্রিনটিতে একটি জুম-ইন ইন্টারফেস রয়েছে যা প্রবীণ নাগরিকদের স্ক্রিনে ফুটে ওঠা লেখা পড়তে সাহায্য করবে। যদিও এর দ্বিতীয় স্ক্রিনটি Interactive নয়। এটি শুধু সময়, তারিখ এবং অন্য নোটিফিকেশন দেখতে সাহায্য করে।
advertisement
4/6
ফোনটিতে হিয়ারিং এইড কম্প্যাটিবিলিটিও (এইচএসি) দেওয়া হয়েছে। এ ছাড়া এই ফিচার ফোনটিতে কৌশলগত নানা বোতামও রয়েছে, যা নেভিগেশনে সহায়তা করে। নোকিয়া জানিয়েছে যে, Nokia 2660 Flip-এর T9 কি-বোর্ড পৃথক পৃথক ধরনের ক্রিস্টাল সাউন্ড তৈরি করতে পারে।
advertisement
5/6
ডিভাইসটিতে রয়েছে একটি ১,৪৫০mAh ব্যাটারি। নোকিয়া দাবি করেছে যে, এই ফিচার ফোনটি এক চার্জেই বেশ কয়েক ঘণ্টার ব্যাটারি লাইফের ব্যবহার দিতে পারে।
advertisement
6/6
পুরোন দিনের স্মৃতি ফিরিয়ে এই ফোনটিতে আইকনিক স্নেক গেম রাখা হচ্ছে। পাশাপাশি ওয়্যারলেস রেডিও সংযোগের ব্যবস্থাও থাকছে। ডিভাইসে একটি ডেডিকেটেড ইমার্জেন্সি বোতাম রয়েছে যা ব্যবহারকারীদের জরুরি পরিস্থিতিতে সর্বাধিক পাঁচ জন পরিচিতকে তাৎক্ষণিক যোগাযোগের সুযোগ দেয়। সুতরাং বাড়ির বয়স্কদের জন্য বিশেষ করে যাঁরা স্মার্টফোনের ব্যবহার করতে পারেন না তাঁদের এই ফোনটি উপহার দিতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
দেশে ফিরে আসছে নকিয়া-র ক্লাসিক 2660 Flip ফোন, জেনে নিন দাম কত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল