হোয়াটসঅ্যাপ- এবার আরও উন্নত ! জেনে নিন নতুন কী কী ফিচার যোগ হচ্ছে
Last Updated:
advertisement
1/5

হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্তও যেন কাটে না! এককথায় ইদানীং সময়ে নিত্যজীবনের একটা বড় অঙ্গ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ ! এবার, হোয়াটসঅ্যাপ হয়ে উঠছে আরও উন্নত! যোগ হচ্ছে একগুচ্ছ নতুন ফিচার-- Photo Source: Collected
advertisement
2/5
হোয়াটসঅ্যাপ-এ এবার গ্রুপ কল করা আরও সহজ হবে। গ্রুপ কল করতে গেলে, প্রথমে কারওকে হোয়াটসঅ্যাপে কল করে তারপর একে একে অন্যদেরকে যোগ করতে হয়। কখনওই সকলকে একসঙ্গে কল করা যায় না। তবে, আগামী দিনে তেমনটাই সম্ভব হবে। Photo Source: Collected
advertisement
3/5
হোয়াটসঅ্যাপ-এর গ্রুপে আসতে চলেছে গ্রুপ কলিং শর্টকাট। এই শর্টকাটটির মাধ্যমে প্রথমেই বেছে নেওয়া যাবে আপনি কাকে কাকে কল করতে চান। তার পর একইসঙ্গে সকলের সঙ্গে কনফারেন্স কল করা যাবে। Photo Source: Collected
advertisement
4/5
এখানেই শেষ নয়! রয়েছে আরও চমক! এখন আপনাকে কেউ ভয়েস মেসেজ পাঠালে প্রতিটি মেসেজে ট্যাপ করলে তবেই সেটি শোনা যায়। তবে এ বার আপনার চ্যাটে একাধিক ভয়েস মেসেজ এলে স্বয়ংক্রিয় ভাবেই একটার পর একটা চলতে শুরু করবে। Photo Source: Collected
advertisement
5/5
আসছে ভিডিয়ো প্রিভিউ ফিচার। অর্থাৎ কেউ যদি আপনাকে ভিডিয়ো মেসেজ পাঠায় তা হলে ফোন লক থাকা অবস্থাতেই আপনি সেই মেসেজের একটা ঝলক দেখে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ-এর বিটা ভার্সনে এই নতুন ফিচারগুলো পাওয়া যাবে। Photo Source: Collected