TRENDING:

Flipkart Big Dussehra Sale: ২৪ হাজারের Samsung এর 5G স্মার্টফোন মাত্র ১৫০ টাকারও কম দামে! এই সুযোগ হাত থেকে চলে গেলে পস্তাতে হবে

Last Updated:
Flipkart Big Dussehra Sale: কল্পনারও বাইরে! মাত্র ১৫০ টাকারও কমে ২৪৫ হাজারের ফোন!
advertisement
1/9
২৪ হাজারের Samsung এর 5G স্মার্টফোন মাত্র ১৫০ টাকারও কম দামে! সীমিত সময়ের সুযোগ
মাত্র কিছুদিন আগেই ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডের অফার শেষ হয়েছে ৷ এই অনলাইন শপিং প্ল্যাটফর্মে ফের একটি সেলের সূচনা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
গত ৫ অক্টোবর থেকে দেশজুড়ে বিগ দশেরা সেল শুরু হয়েছে যা চলবে আগামী ৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ৷ এই সেলে স্মার্টফোন সহ একাধিক ক্ষেত্রেই বিশেষ ও আকর্ষণীয় ছাড় পাবেন ক্রেতারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
এই সেলের অন্যতম আকর্ষণ স্যামসাঙের ৫জি স্মার্টফোন ৷ Samsung Galaxy F23 5G মাত্র ১৫০ চাকায় কেনার সুযোগ পাবেন ৷ যার বাজার মূল্য ২৩,৯৯৯ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
Samsung Galaxy F23 5G এই স্মার্টফোনের কথা বলতে গেলে বলা যেতে পারে যে এই ফোনে 6GB RAM ও 128GB স্টোরেজ সম্পন্ন ৷ এই স্মার্টফোনের বাজার মূল্য ২৩,৯৯৯ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
৪১ শতাংশ ডিসককাউন্টের পরে ১৩,৯৯৯ টাকা বিক্রি হচ্ছে ফোনটি ৷ এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ৫০০ টাকার ডিসকাউন্ট পেতে পারেন ৷ ফলে ফোনটির দাম দাঁড়াবে ১৩,৪৯৯ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
Samsung Galaxy F23 5G ফোনটি কেনার ক্ষেত্রে ১৩,৩৫০ টাকা বাঁচানোর অত্যন্ত বড় সুযোগ আসতে চলেছে ৷ যদি এক্সচেঞ্জ অফার পুরোপুরি নিতে পারেন সেক্ষেত্রে এই ফোনটি নিতে গেলে ১৫০ টাকারও কম দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
Samsung Galaxy F23 5G-এর ফিচার একনজরে দেখে নেওয়া যাক 6GB RAM ও 128GB স্টোরেজের সঙ্গে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিস্প্লে 120Hz রিফ্রেশ রেট, রয়েছে 5000mAh-এর দুরন্ত ব্যাটারি ব্যাকআপ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, Qualcomm Snapdragon 750 প্রসেসর এর সঙ্গে তিনটি রিয়ার ক্যামেরার সুবিধা থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
যাতে 50MP এর প্রধান সেন্সর, 8MP এর দ্বিতীয় ও 2MP এর তৃতীয় সেন্সর আছে ৷ এই ফোনে 8MP ফ্রন্ট সেন্সর ক্যামেরা লেন্স থাকবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Flipkart Big Dussehra Sale: ২৪ হাজারের Samsung এর 5G স্মার্টফোন মাত্র ১৫০ টাকারও কম দামে! এই সুযোগ হাত থেকে চলে গেলে পস্তাতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল