advertisement
1/4

জিও ফোন ২ এখনও কেনেননি ৷ কোন চিন্তা নেই ৷ আসতে চলেছে জিও-র নতুন ফ্যাল্স সেল ৷ যাতে খুব সহজেই ফোন কিনে নিতে পারবেন আপনি ৷ ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সেল ৷ অনলাইনে বাড়ি বসেই সস্তার এই ফোন বুক করে নিতে পারবেন আপনি ৷ সস্তা বলে কিন্তু বাজার চলতি অন্যান্য স্মার্ট ফোনগুলোর থেকে কোন অংশ কম নয় এই ফোন ৷ হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ডাউনলোড হবে খুব সহজেই ৷ ২০ সেপ্টেম্বর, বেলা ১২ থেকে www.jio.com-এ হবে এই ফ্ল্যাশ সেল ৷ JioPhone2-র প্রথম সেলে বিপুল সাড়া মিলেছিল ৷ কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল স্টক ৷ ১৬ অগস্ট হয়েছিল সেই সেল ৷ কবে থেকে আবার বিক্রি শুরু হল সেটা তো জানলেন, এবার জেনে নিন কীভাবে অনলাইন বুক করবেন এই ফোন ৷
advertisement
2/4
jio.com-এ লন ইন করতেই JioPhone2 ফ্ল্যাশ সেলের অপশন দেখতে পাবেন ৷ এবার এই অপশনে ক্লিক করুন ৷ এবার Buy Now-তে ক্লিক করুন ৷ প্রয়োজন হবে আপনার পিনকোড ৷ অর্থাৎ কোন এলাকা থেকে বুকিং হচ্ছে সেটা জানাতে হবে ৷ এরপর একে একে লিখতে হবে আপনার নাম, ঠিকানা ৷ নেট ব্যাঙ্কিং, ডেবিড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে ৷ সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন ৷ ব্যাস কিছুদিনের মধ্যেই ফোন আসবে আপনার হাতের মুঠোয় ৷ এবার জেনে নিন এই ফোনে কী কী ফিচার পেতে চলেছেন আপনি ৷
advertisement
3/4
JioPhone2-এ থাকছে হরাইজোন্টাল ডিসপ্লে স্ক্রিন যাতে থাকবে 2.4 ইঞ্চি ডিসপ্লে ৷ QWERTY কিবোর্ড সুবিধা পাবেন এই ফোনে ৷ ফলে টাইপিং-এ সুবিধা হবে অনেকটাই ৷ 512MB র্যাম থাকছে ৷ 4GB স্টোরেজ তো থাকবেই, এক্সার্টানল স্টোরেজের মাধ্যমে 128GB পর্যন্ত হতে পারে আপনার ফোনের স্টোরেজ ৷ 2 মেগাপিক্সেল ক্যামারের সঙ্গে থাকছে ফ্রন্ট VGA ক্যামেরা যাতে সেলফি উঠবে দারুণ ৷ Wi-Fi, GPS,ব্লু টুথ আর FM-এ সুবিধাও থাকবে ৷
advertisement
4/4
2,000mAh-এর ব্যাটারি সমৃদ্ধ ফোনে থাকছে KAI অপরেটিং সিস্টেম ৷ দেশের ২৪টি ভাষায় লেখা যাবে এই ফোনে ৷ ফলে উপকৃত হবেন সমাজের সবস্তরের মানুষ, নিজের ভাষায় মেসেজ লিখতে ও পড়তে পেরে ৷ হোয়াটসঅ্যাপ ও ইউটিউব থাকবে ফোনে ৷