Jio vs Airtel vs Vi: ৩০০ টাকার কমে সেরা প্রিপেড রিচার্জ প্ল্যান, আপনার জন্য কোনটা ভাল অপশন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Best prepaid recharge plans under Rs 300: যাঁরা কম টাকার রিচার্জ করতে চাইছেন তাঁদের জন্য বেস্ট প্ল্যান কোনটা? জানুন বিস্তারিত
advertisement
1/16

গ্রাহকদের জন্য একাধিক প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল, জিও এবং ভিআই। কিন্তু কম দামের মধ্যে একাধিক প্ল্যান নেই বলে বহুদিনের অভিযোগ গ্রাহকদের। ৩০০ টাকার নিচে প্ল্যান রয়েছে। কিন্তু তাতে দৈনিক হাই স্পিড ডেটায় কোপ পড়ে। মেয়াদও কম।
advertisement
2/16
কিন্তু এখনও কিছু প্ল্যান রয়েছে যা কম দামেও সর্বাধিক ডেটা এবং কলিং সুবিধা দেয়। যাঁরা সস্তা এবং সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন তাঁদের জন্য বেশ কয়েকটি প্ল্যানের হালহদিশ এখানে দেওয়া হল। এই প্ল্যানগুলি ৩০০ টাকার মধ্যে আনলিমিটেড কলিং এবং ডেটা অফার করে৷ এয়ারটেল, জিও এবং ভিআই-এর সেই প্ল্যানগুলো দেখে নেওয়া যাক।
advertisement
3/16
৩০০ টাকার নিচে এয়ারটেলের প্রিপেড প্ল্যান – ২৩৯ টাকার প্ল্যান: প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস অফার করে। প্ল্যানের বৈধতা ২৪ দিন। দৈনিক ১ জিবি ডেটা বিনামূল্যে। সঙ্গে বিনামূল্যের হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিক অ্যাকসেসের অতিরিক্ত সুবিধা রয়েছে।
advertisement
4/16
২৬৫ টাকার প্ল্যান: এই প্ল্যানে বৈধতা ২৮ দিনের। দৈনিক ১ জিবি ডেটা ফ্রি। আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের পাশাপাশি বিনামূল্যে হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিক অ্যাকসেসের সুবিধেও রয়েছে।
advertisement
5/16
২৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের। সীমাহীন কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস ফ্রি। প্রতিদিন বিনামূল্যে মিলবে ১.৫ জিবি ডেটা। এতে এক্সট্রিম মোবাইল প্যাক, অ্যাপেলো ২৪x৭ সার্কেলের সুবিধা এবং ফ্যাশট্যাগ, হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিক অ্যাকসেসের সুবিধে, সঙ্গে বিনামূল্যে ১০০ টাকা ক্যাশব্যাক।
advertisement
6/16
৩০০ টাকার নিচে জিও-র প্ল্যান – ১৪৯ টাকার প্ল্যান: প্ল্যানের বৈধতা ২০ দিনের। প্রতিদিন আনলিমিটেড কলিং। ১০০ এসএমএস বিনামূল্যে। সঙ্গে মিলবে দৈনিক ১ জিবি ডেটা। বাড়তি সুবিধের মধ্যে রয়েছে জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন। যেমন জিও টিভি, জিও সিনেমা এবং অন্যান্য।
advertisement
7/16
১৭৯ টাকার প্ল্যান: প্ল্যানের বৈধতা ২৪ দিনের। পাওয়া যাচ্ছে প্রতিদিন ১জিবি ডেটা, সীমাহীন কলিং এবং ১০০ এসএমএস। এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং অন্যদের মতো জিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাকসেসের সুবিধে রয়েছে।
advertisement
8/16
১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি ২৩ দিনের বৈধতার সঙ্গে দৈনিক ১.৫ জিবি ডেটা অফার করে। প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং জিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাকসেস অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
9/16
২০৯ টাকার প্ল্যান: বৈধতা ২৮ দিনের। দৈনিক ১ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং জিও অ্যাপগুলির বিনামূল্যে অ্যাকসেস পাওয়া যাবে।
advertisement
10/16
২৩৯ টাকার প্ল্যান: বৈধতা ২৮ দিনের। প্রতিদিন আনলিমিটেড কলিং। ১০০ এসএমএসের পাশাপাশি মিলবে দৈনিক ১.৫ জিবি ডেটা। এতে জিও টিভি, জিও সিনেমা এবং আরও অনেক কিছুর সুবিধা রয়েছে।
advertisement
11/16
২৪৯ টাকার প্ল্যান: বৈধতা ২৩ দিনের। প্রতিদিন আনলিমিটেড কলিং, ১০০ এসএমএসের পাশাপাশি দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যায়।
advertisement
12/16
২৫৯ টাকার প্ল্যান: প্ল্যানটির মেয়াদ ক্যালেন্ডার অনুযায়ী। প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
13/16
২৯৯ টাকার প্ল্যান: ২৮ দিনের বৈধতা। দৈনিক ২জিবি ডেটা মিলবে। সীমাহীন কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএস -সহ জিও অ্যাপগুলির সদস্যতা পাওয়া যায়।
advertisement
14/16
৩০০ টাকার নিচে ভিআই-এর প্ল্যান – ১৯৯ টাকার প্ল্যান: বৈধতা ১৮ দিনের। ১০০ এসএমএস, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১ জিবি ডেটার পাশাপাশি মেলে ভিআই সিনেমা এবং টিভির অতিরিক্ত সুবিধে।
advertisement
15/16
২১৯ টাকার প্ল্যান: ভোডাফোন আইডিয়ার এই প্রিপেড রিচার্জ প্ল্যানটির বৈধতা ২১ দিনের। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং ১জিবি দৈনিক ডেটা অফার করে। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে ভিআই সিনেমা এবং টিভি অ্যাকসেস।
advertisement
16/16
২৪৯ টাকার প্ল্যান: বৈধতা ২১ দিনের। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং ১.৫ জিবি দৈনিক ডেটা অফার করে৷ অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে ভিআই সিনেমা এবং টিভি অ্যাকসেস।