TRENDING:

JioRail App নিয়ে হাজির জিও, ট্রেনের টিকিট কাটার পাশাপাশি আর কী সুবিধা পাওয়া যাবে ?

Last Updated:
advertisement
1/4
JioRail App নিয়ে হাজির জিও, ট্রেনের টিকিট কাটার পাশাপাশি আর কী সুবিধা পাওয়া যাবে ?
জিও ফোন ব্যবহারকারীদের জন্য আরও সুবিধা নিয়ে হাজির জিও ৷ JioRail App নিয়ে হাজির সংস্থা ৷ রেল টিকিট বুকিং, টিকিট ক্যানসেলের পাশাপাশি PNR স্ট্যাটাস দেখা ইত্যাদি সব কিছুই এখন আরও সহজে সম্ভব হবে ৷ এতদিন যা শুধু IRCTC অ্যাকাউন্ট না থাকলে সম্ভব হত না ৷ এখন সেটাই জিও ফোন ব্যবহারকারীরা JioRail app-এর মাধ্যমে সহজেই করতে পারবেন ৷ Representational Image
advertisement
2/4
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ই-ওয়ালেট-এর মাধ্যমে এই অ্যাপে রেল টিকিট বুকিং করতে পারবেন জিও ফোন ব্যবহারকারীরা ৷ Representational Image
advertisement
3/4
PNR স্ট্যাটাস, ট্রেন সম্পর্কে তথ্য, ট্রেনের সময়, রুট, আসন ফাঁকা রয়েছে কী না ইত্যাদি সবই জানা যাবে JioRail App-এ ৷ Representational Image
advertisement
4/4
JioRail App-এ তৎকাল বুকিংও সম্ভব হবে ৷ এছাড়া আর কিছুদিনের মধ্যেই এই অ্যাপের মাধ্যমে পিএনআর স্ট্যাটা স বদলের অ্যালার্ট, ট্রেন খোঁজা এবং খাবার অর্ডার করার মতো সার্ভিস শুরু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ Jio App Store-এই অ্যাপ ডাউনলোড করা যাবে ৷ ট্রেনের টিকিট বুকিং এই অ্যাপের মাধ্যমে আরও সহজে হবে বলেই দাবি জিও-র ৷ Representational Image
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
JioRail App নিয়ে হাজির জিও, ট্রেনের টিকিট কাটার পাশাপাশি আর কী সুবিধা পাওয়া যাবে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল