বিক্রি শুরু হল ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ Huawei Y9 Prime, পেয়ে যান আকর্ষণীয় ছাড়
Last Updated:
8 আগস্ট রাত ১২টা থেকে সবাই কিনতে পারবেন Huawei Y9 Prime
advertisement
1/7

অগাস্ট মাসের প্রথম দিনেই ভারতে লঞ্চ হল Huawei Y9 Prime 2019। আজ, বুধবার থেকে বিক্রি শুরু Huawei Y9 Prime 2019। দুপুর ১২টা থেকে Amazon-এ পাওয়া যাচ্ছে এই ফোন। কিন্তু আজ শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন।
advertisement
2/7
সবার জন্য এই ফোনের বিক্রি শুরু হবে আগামী কাল, 8 আগস্ট দুপুর ১২টা থেকে। ফোনের লঞ্চ অফারে Amazon দিচ্ছে 6 মাসের No Cost EMI, এর সাথেই পেয়ে যাবেন 500 টাকার ক্যাশব্যাক অফার Amazon Pay-তে।
advertisement
3/7
এর সঙ্গে পেয়ে যাবেন 1500 টাকার এক্সচেঞ্জ অফার আর SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে পেয়ে যাবেন 10 % ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। Huawei Y9 Prime 2019 কেনার পরে আপনি যদি 198 বা 299 টাকার জিও রিচার্জ করলে পেয়ে যাবেন 2200 টাকার ক্যাশব্যাক আর 125GB অ্যাডিশনাল 4G ডেটা।
advertisement
4/7
Huawei Y9 Prime 2019 এর দাম 15,990 টাকা। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। কালো, সবুজ ও নীল রঙে পাওয়া যাবে Huawei Y9 Prime 2019।
advertisement
5/7
Huawei Y9 2019 ফোনে আপগ্রেডেড ভার্সন হচ্ছে Huawei Y9 Prime 2019। এই ফোনে থাকছে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লেচ আর ফোনের ভিতরে থাকছে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
advertisement
6/7
ডুয়াল সিম Huawei Y9 Prime 2019 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে EMUI 9.0। ছবি তোলার জন্য Huawei Y9 Prime 2019। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে Huawei।
advertisement
7/7
ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Huawei Y9 Prime 2019 এ রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট।