TRENDING:

বিক্রি শুরু হল ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ Huawei Y9 Prime, পেয়ে যান আকর্ষণীয় ছাড়

Last Updated:
8 আগস্ট রাত ১২টা থেকে সবাই কিনতে পারবেন Huawei Y9 Prime
advertisement
1/7
বিক্রি শুরু হল ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ Huawei Y9 Prime, পেয়ে যান আকর্ষণীয় ছাড়
অগাস্ট মাসের প্রথম দিনেই ভারতে লঞ্চ হল Huawei Y9 Prime 2019। আজ, বুধবার থেকে বিক্রি শুরু Huawei Y9 Prime 2019। দুপুর ১২টা থেকে Amazon-এ পাওয়া যাচ্ছে এই ফোন। কিন্তু আজ শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন।
advertisement
2/7
সবার জন্য এই ফোনের বিক্রি শুরু হবে আগামী কাল, 8 আগস্ট দুপুর ১২টা থেকে। ফোনের লঞ্চ অফারে Amazon দিচ্ছে 6 মাসের No Cost EMI, এর সাথেই পেয়ে যাবেন 500 টাকার ক্যাশব্যাক অফার Amazon Pay-তে।
advertisement
3/7
এর সঙ্গে পেয়ে যাবেন 1500 টাকার এক্সচেঞ্জ অফার আর SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে পেয়ে যাবেন 10 % ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। Huawei Y9 Prime 2019 কেনার পরে আপনি যদি 198 বা 299 টাকার জিও রিচার্জ করলে পেয়ে যাবেন 2200 টাকার ক্যাশব্যাক আর 125GB অ্যাডিশনাল 4G ডেটা।
advertisement
4/7
Huawei Y9 Prime 2019 এর দাম 15,990 টাকা। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। কালো, সবুজ ও নীল রঙে পাওয়া যাবে Huawei Y9 Prime 2019।
advertisement
5/7
Huawei Y9 2019 ফোনে আপগ্রেডেড ভার্সন হচ্ছে Huawei Y9 Prime 2019। এই ফোনে থাকছে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লেচ আর ফোনের ভিতরে থাকছে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
advertisement
6/7
ডুয়াল সিম Huawei Y9 Prime 2019 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে EMUI 9.0। ছবি তোলার জন্য Huawei Y9 Prime 2019। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে Huawei।
advertisement
7/7
ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Huawei Y9 Prime 2019 এ রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বিক্রি শুরু হল ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ Huawei Y9 Prime, পেয়ে যান আকর্ষণীয় ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল