WhatsApp: WhatsApp-এর নতুন আপডেটে আরও বেশি ফিচার, স্টেটাস আপডেটে যোগ হয়েছে এই সুবিধা, জানেন কি?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ব্যবহারকারীদের সুবিধার্থে বিভিন্ন নতুন নতুন ফিচার আপডেট করতে থাকে হোয়াটসঅ্যাপ৷ মাস কয়েক আগেও এরকমই একটু নতুন ফিচার আপডেট হয়েছিল হোয়াটস অ্যাপে৷ জানেন কি, এখন স্টেটাস আপডেট-এ ভয়েস নোটও পোস্ট করতে পারেন আপনি? কী ভাবে? জেনে নিন..
advertisement
1/7

ব্যবহারকারীদের সুবিধার্থে বিভিন্ন নতুন নতুন ফিচার আপডেট করতে থাকে হোয়াটসঅ্যাপ৷ মাস কয়েক আগেও এরকমই একটু নতুন ফিচার আপডেট হয়েছিল হোয়াটস অ্যাপে৷ জানেন কি, এখন স্টেটাস আপডেট-এ ভয়েস নোটও পোস্ট করতে পারেন আপনি? কী ভাবে? জেনে নিন..
advertisement
2/7
হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পোস্ট করতে, প্রথমে আপনাকে স্টেটাস ট্যাবে যেতে হবে। তারপর এখানে থাকা পেন্সিল আইকনে ট্যাপ করবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নীচের ডানদিকে এই বিকল্পটি দেখতে পাবেন। iOS ব্যবহারকারীরা এটি দেখতে পাবেন ডানদিকের উপরে। (ছবি-ক্যানভা)
advertisement
3/7
এর পরে, পরবর্তী উইন্ডোতে, নীচের ডানদিকের কোণ থেকে মাইক আইকনটি ট্যাপ করে ধরে রাখতে হবে। শুরু হবে রেকর্ডিং৷ যদি রেকর্ডিং বাতিল করতে চান, তাহলে সেজন্য আপনাকে বাম দিকে মাইক আইকনটি স্লাইড করতে হবে। (ছবি- আনস্প্ল্যাশ)
advertisement
4/7
রেকর্ডিং সম্পূর্ণ হওয়ার পরে, প্লে বোতাম টিপে এটি প্রিভিউ করা যেতে পারে। আপনার যদি রেকর্ডিং পছন্দ না হয়, তবে তা বোতামে আলতো চাপ দিয়ে মুছে ফেলুন। তারপরে শুরু করুন নতুন একটি রেকর্ডিং। (ছবি- আনস্প্ল্যাশ)
advertisement
5/7
অবশেষে, রেকর্ডিং পোস্ট করতে, আপনাকে নীচের ডান কোণ থেকে ‘সেন্ড’ বোতামে ট্যাপ করতে হবে। স্টেটাস পোস্ট করার আগে, হোয়াটসঅ্যাপ অনেকগুলি কাস্টমাইজেশনও অফার করে। (ছবি- আনস্প্ল্যাশ)
advertisement
6/7
উপরের ডান কোণ থেকে রঙ প্যালেট আইকনে আলতো চাপ দিলে, আপনি একাধিক রঙের দেখতে পাবেন৷ সেখান থেকে নিজের পছন্দমতো রঙ বেছে নিন। শুধু তাই নয়, কারা কারা আপনার স্টেটাস দেখতে পারবে, সেটাও নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি৷ সেই অপশন থাকবে নীচে, বাঁ দিকে৷ (ছবি- আনস্প্ল্যাশ)
advertisement
7/7
তবে একটি ভয়েস নোটের ডিউরেশন ৩০ সেকেন্ডের বেশি রাখা যাবে না। তাই যদি আরও কিছু কথা বলতে চান, তাহলে একাধিক পোস্ট করতে পারবেন। (ছবি- আনস্প্ল্যাশ)