কেউ অজান্তেই আপনার ফোন ট্র্যাক করছে না তো ? পাচার হয়ে যাচ্ছে না তো গুরুত্বপূর্ণ তথ্য? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
How to find out who is tracking your phone: আপনার ফোনের মেসেজ, ভয়েস কল বা গুরুত্বপূর্ণ ডেটা কি অন্য কারও কাছে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে বলে সন্দেহ হচ্ছে?
advertisement
1/6

স্মার্টফোনের আপনার ছায়াসঙ্গী! রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও ! কেউ অজান্তেই আপনার ফোন ট্র্যাক করছে না তো ? পাচার হয়ে যাচ্ছে না তো গুরুত্বপূর্ণ তথ্য? জেনে নিন এই সহজ উপায়ে
advertisement
2/6
আপনার ফোন বন্ধ, অথচ কেউ ফোন করলে রিং হচ্ছে এবং অন্য একটি নম্বরে ফোন চলে যাচ্ছে। তখন ডায়াল করুন- *#62# । এই নম্বর ডায়াল করলে খুব সহজেই জানতে পারবেন কোন নম্বরে আপনার ফোন বা মেসেজ ফরওয়ার্ড হচ্ছে। Photo Source: Collected
advertisement
3/6
আপনার ফোনের মেসেজ, ভয়েস কল বা গুরুত্বপূর্ণ ডেটা কি অন্য কারও কাছে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে বলে সন্দেহ হচ্ছে? ডায়াল করুন *#21# নম্বর। সঙ্গে সঙ্গে একটি কোড আসবে আপনার ফোনে। মোবাইল ডেটা অন্য কোনও নম্বরে ট্রান্সফার হচ্ছে কি না মুহূর্তে জেনে যাবেন। Photo Source: Collected
advertisement
4/6
আইফোনের ক্ষেত্রে *3001#12345#* এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে *#*#4636#*#* বা *#*#197328640#*#* নাম্বার ডায়াল করে জানতে পারবেন, আপনার লোকেশন কেউ ট্রেস করছেন কি না Photo Source: Collected
advertisement
5/6
প্রত্যেকটা ফোনের আলাদা আইএমইআই কোড থাকে। *#06# ডায়াল করে জেনে নিন আপনার মোবাইলের আইএমইআই কোড। ফোন চুরি হলে বা হারিয়ে গেলে আইএমইআই কোড ট্রেস করে খুব সহজেই ফোনের লোকেশন জানা সম্ভব। Photo Source: Collected
advertisement
6/6
##002# ডায়াল করলে আপনার ফোন থেকে অন্য নম্বরে সমস্ত রিডিরেকশন বন্ধ হবে। অর্থাৎ আপনার মেসেজ, ভয়েস কল এতদিন যে নম্বরে ট্রান্সফার হতো, এই কোড ডায়াল করলে তৎক্ষণাৎ তা বন্ধ হয়ে যাবে। Photo Source: Collected