advertisement
1/7

Honor 20-র প্রথম সেল আজ, মঙ্গলবার। গতসপ্তাহেই এই ফোন লঞ্চ করেছিল Huawei। আর দুপুর ১২টা থেকে সেল শুরু হয়েছে এই ফোনের। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
advertisement
2/7
কোম্পানি এই ফোনটিকে শুধুমাত্র একটি ভেরিয়েন্টেই লঞ্চ করেছে - 6GB RAM আর 128GB স্টোরেজ। ভারতে Honor 20 এর দাম 32,999 টাকা।
advertisement
3/7
গ্রাহকরা এই ফোন no-cost EMI-তেও কিনতে পারবেন। কোম্পানি এই ফোনটির সাথে বাইব্যাক অফারো দিয়েছে। এই বাইব্যাক অফারে, আপনার যদি ফোনটি ভাল না লাগে তো ৯০ দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন।
advertisement
4/7
এছাড়াও জিও-র সঙ্গে হাত মিলিয়েছে Honor। এই ফোন কিনলে পেয়ে যাবেন 2,200 টাকার ক্যাশব্যাক আর 125GB 4G ডেটা।
advertisement
5/7
এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ম্যাজিক UI 2.1। আর থাকবে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980।
advertisement
6/7
ছবি তোলার জন্য Honor 20 ফোনে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
7/7
ফোনের ভীতরে রয়েছে 3,750 mAh ব্যাটারি সাথে রয়েছে 22.5W ফাস্ট চারজিং। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য Honor 20 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর USB Type-C পোর্ট।