TRENDING:

জিও ফোনের তুলনায় জিও ফোন ২-তে মিলবে অত্যাধুনিক ফিচার্স

Last Updated:
জিও ফোনের তুলনায় জিও ফোন ২-তে মিলবে অত্যাধুনিক ফিচার্স
advertisement
1/5
জিও ফোনের তুলনায় জিও ফোন ২-তে মিলবে অত্যাধুনিক ফিচার্স
বর্ষার বাজারে জিও-হাঙ্গামা। পুরনো ফিচার ফোন বদলে, মাত্র ৫০১ টাকা দিলেই নতুন জিও ফোন। বাজারে আসছে জিও ফোন টু-ও। পনেরোই অগাস্ট থেকে এই ফোন পাওয়া যাবে। দাম ২ হাজার ৯৯৯ টাকা। এর পাশাপাশি জিও চালু করছে ব্রডব‍্যান্ড পরিষেবা।
advertisement
2/5
ফের জিও ধামাকা। পনেরোই অগাস্ট বাজারে আসছে নতুন জিও ফোন। জিও ফোন টু। জিও-এর আগের ফোনের তুলনায় জিও ফোন টু এবার একেবারে অন্য চেহারায়।
advertisement
3/5
জিও ফোন ২-তে থাকছে QWERTY কি-প্যাড ৷ ২ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে স্ক্রিন ৷ ডুয়াল সিম ৷ ২০০০ এমএএইচ ব‍্যাটারি ৷ ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড ৷
advertisement
4/5
এছাড়া সামনে ভিজিএ ক‍্যামেরা। পিছনের ক‍্যামেরা টু মেগাপিক্সেল ৷ ৫১২ এমবি RAM এবং চার জিবি ইন্টারনাল স্টোরেজ ৷
advertisement
5/5
এর পাশাপাশি জিও আনছে মনসুন হাঙ্গামা। বৃহস্পতিবার মুম্বইয়ে ছিল রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা। এখানেই ঘোষণা করা হয়, জিও এবার বাজারে আনতে চলেছে ফিক্সড লাইন ব্রডব‍্যান্ড কানেকটিভিটি পরিষেবা। নাম - জিও গিগা ফাইবার সার্ভিস। শুধু আর কদিনের অপেক্ষা। তারপরই হাতে নতুন জিও ফোন। নতুন জিও ব্রডব্যান্ড।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
জিও ফোনের তুলনায় জিও ফোন ২-তে মিলবে অত্যাধুনিক ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল