TRENDING:

নতুন এই শর্ত মানলেই Google Photos এ পাবেন আনলিমিটেড স্টোরেজ

Last Updated:
advertisement
1/9
নতুন এই শর্ত মানলেই Google Photos এ পাবেন আনলিমিটেড স্টোরেজ
2015 সালে নতুন রুপে Google Photos এ যোগ হয়েছিল আনলিমিটেড ক্লাউড ব্যাক আপ ফিচার। (Photo collected)
advertisement
2/9
তবে আনলিমিটেড স্টোরেজ বিনামূল্যে দেওয়ার জন্য ছবি ও ভিডিও কোয়ালিটি কম্প্রেস করে সাইজ কমিয়ে দিত Google। (Photo collected)
advertisement
3/9
প্রিমিয়াম সার্ভিসে Google Photos এ আরিজিনাল সাইজে আনলিমিটেড ছবি ও ভিডিও ব্যাক আপ নেওয়া যায়। তবে বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড স্টোরেজে নতুন শর্ত আরোপ করল সার্চ ইঞ্জিন জায়েন্ট। (Photo collected)
advertisement
4/9
এবার থেকে Google Photos এ আনলিমিটেড স্টোরেজ পেতে নির্দিষ্ট কিছু ফর্ম্যাটের ভিডিও আপলোড করতে হবে। (Photo collected)
advertisement
5/9
এক বিবৃতিতে Google সাপোর্ট পেজে জানানো হয়েছে, “6 ডিসেম্বরের পরে আপলোড করা ভিডিও স্টোরেজ নেবে।” অর্থাৎ গ্রাহকদের না জানিয়েই ইতিমধ্যেই নতুন নিয়ম শুরু করে দিয়েছে Google। (Photo collected)
advertisement
6/9
হাই এন্ড প্রফেশানাল ক্যামেরায় তোলা VOB অথবা RAW ফর্ম্যাট ছাড়া সব ভিডিও ফর্ম্যাট সাপোর্ট করে Google Photos। (Photo collected)
advertisement
7/9
.mpg, .mod, .mmv, .tod, .wmv, .asf, .avi, .divx, .mov, .m4v, .3gp, .3g2, .mp4, .m2t, .m2ts, .mts, and .mkv ভিডিও ফাইল ফর্ম্যাটগুলি Google Photos সাপোর্ট করে। (Photo collected)
advertisement
8/9
তবে যে সব গ্রাহক স্মার্টফোনে ভিডিও তুলে Google Photos এ ব্যাক আপ রাখেন তাদের এই পরিবির্তনে কোন সমস্যা হবে না। (Photo collected)
advertisement
9/9
স্মার্টফোনে তোলা সব ভিডিও বিনামূল্যে আনমিটেড স্টোরেজ ব্যাক আপে সেভ করা যাবে। (Photo collected)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
নতুন এই শর্ত মানলেই Google Photos এ পাবেন আনলিমিটেড স্টোরেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল