Flipkart Electronic Sale: 5G ফোনে মিলছে বিশাল ছাড়, ফ্লিপকার্টের সেল থেকে এখনই না নিলে ঠকতে হতে পারে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ৫জি ফোন Vivo T1 5G। দাম মাত্র ১৫,৯৯০ টাকা। মিলছে ব্যাঙ্ক অফারও।
advertisement
1/7

স্মার্টফোনের কথা বললে ভিভো-র নাম অনেকেরই প্রথম পছন্দের তালিকায় থাকে। এই মুহূর্তে ভিভোর ৫জি ফোনে চলছে বাম্পার সেল। সেটা কোথায়? ফ্লিপকার্টে। আসলে ফ্লিপকার্টে শুরু হয়েছে ধামাকাদার ইলেকট্রনিক সেল। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কম দামে মিলছে ব্র্যান্ডেড স্মার্টফোন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ৫জি ফোন Vivo T1 5G। দাম মাত্র ১৫,৯৯০ টাকা। মিলছে ব্যাঙ্ক অফারও।
advertisement
2/7
এটা ‘সর্বনিম্ন মূল্যে’ পাওয়া যাচ্ছে বলে ব্যানার থেকে জানা গিয়েছে। এছাড়া এক্সচেঞ্জ অফারে বিশাল টাকা ছাড়ও মিলছে। এই স্মার্টফোনের এমআরপি ২৩,৯৯০ টাকা। তবে ১৬ শতাংশ ছাড় মিলছে। তাই ১৫,৯৯০ টাকাতেই হাতে চলে আসবে Vivo T1 5G ফোন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাকও মিলবে।
advertisement
3/7
এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট, ১২০ এইচজেড রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
advertisement
4/7
Vivo T1 5G ফোনে ১২০ এইচজেড রিফ্রেশ রেট, ২৪০ এইচজেড টাচ স্যাম্পলিং রেট এবং ২.৫ ডি সহ একটি ৬.৫৮ ইঞ্চির আইপিএস এফএইচডি+ ডিসপ্লে রয়েছে। সঙ্গে ফোনে থাকছে ৪ জিবি র্যাম। পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজ। ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।
advertisement
5/7
Vivo T1 5G ফোন দুটি মজাদার রঙে পাওয়া যাচ্ছে। স্টারলাইট ব্ল্যাক এবং রেনবো ফ্যান্টাসি। ডিভাইসে দেওয়া হয়েছে ২.২জিএইচজেড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।
advertisement
6/7
ফানটাচ ওএস ১২.০-এর সঙ্গে আসছে আউট-অফ-দ্য-বক্স। Vivo T1 5G-তে লাগানো হয়েছে ট্রিপল লেন্স ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর। এছাড়া সেলফির জন্য একটি ১৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। Vivo T1 5G-তে ৫ লেয়ার টার্বো লিকুইড কুলিং প্রযুক্তি দেওয়া হয়েছে।
advertisement
7/7
এই ফোনের চার্জারও জবরদস্ত। লাগানো হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যাতে ১৮ ডব্লিউ ফাস্ট চার্জিং হবে। সংযোগের জন্য, এতে ইউএসবিটাইপ সি, ২.৫/৫জিএইচজেড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১ এবং ডুয়াল ন্যানো সিম রয়েছে। এই ডিভাইসটির ওজন ১৮৭ গ্রাম।