TRENDING:

Flipkart বিগ বিলিয়ান ডে'জ সেলে ৩০ হাজার টাকার কমে ৫টি দুর্দান্ত স্মার্টফোন

Last Updated:
খুব কম দামেই এবার পকেটস্থ করা যাবে প্রিমিয়াম স্মার্টফোন। দেখে নেওয়া যাক ৩০ হাজার টাকার কম দামের স্মার্টফোন সম্পর্কে…
advertisement
1/6
Flipkart বিগ বিলিয়ান ডে'জ সেলে ৩০ হাজার টাকার কমে ৫টি দুর্দান্ত স্মার্টফোন
স্মার্টফোন কিনতে প্রবল বাসনা, কিন্তু পকেটে একটু টান! চিন্তা নেই এসে গিয়েছে Flipkart Big Billion Days সেল। বাজেট যেমনই হোক, ইচ্ছা থাকলেই তা পূরণ করতে আর কোনও সমস্যা রইল না। খুব কম দামেই এবার পকেটস্থ করা যাবে স্মার্টফোন। উৎসবের মরশুমে এমন সুযোগ বার বার আসে না। সেল শুরু হবে ২৩ সেপ্টেম্বর। গ্রাহকরা এখান থেকে কম দামে বিভিন্ন শ্রেণীর পছন্দের স্মার্টফোন বাড়িতে আনতে পারবেন। দেখে নেওয়া যাক ৩০ হাজার টাকার কম দামের স্মার্টফোন সম্পর্কে…
advertisement
2/6
Nothing Phone (1): কেতাদুরস্ত এই ফোনটি মাত্র ২৮৯৯৯ টাকায় বিক্রি করা হবে। ফোনটিতে রয়েছে গ্লিফ (Glyph) ইন্টারফেস। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি + অক্টা-কোর প্রসেসররের দৌলতে এই ফোন একদম প্রথম শ্রেণিতে পড়ে। ফোনটিতে ৬.৫৫ ইঞ্চির এইচ ডি প্লাস ( HD+) ডিসপ্লে রয়েছে এবং সারাদিন চলার জন্য ফোনটিতে রয়েছে ৪৫০০mAh ব্যাটারি ।
advertisement
3/6
Google Pixel 6a: গুগল পিক্সেল ৬ এ স্মার্টফোনের সম্বন্ধে বেশি বলার অপেক্ষা রাখে না। Flipkart সেলে সহজেই ২৭৬৯৯ টাকায় পকেটস্থ করা যাবে ফোনটি। ফিচারের বিষয়ে বলতে গেলে, ফোনের পিছনে একটি ১২ -মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর আছে আর সেলফির জন্য ফোনের সামনে একটি ৮ -মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে । ফোনে গুগলের নিজস্ব টেনসর চিপসেট দেওয়া হয়েছে। যার ফলে এই ফোন গেমের জন্যও ভাল। ১২৮ গিগা বাইট পর্যন্ত মেমোরি (ইন্টারনাল স্টোরেজ) ফোনের সঙ্গেই পাওয়া যায় ।
advertisement
4/6
Oppo Reno 8 5G: ৫জি র সুবিধা যুক্ত এই ফোন সেলে মাত্র ২৬৯৯৯ টাকায় পাওয়া যাবে। স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনশন ১৩০০ প্রসেসর রয়েছে। যেটা নিত্যদিনের কাজে কোনও বাধা আসতে দেবে না। সেলফির জন্য ফোনের সামনেই আবার একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ওপো রেনো ৮ ফোনে ৮০ ওয়াটের সুপার ভিওওসি (SuperVOOC) চার্জ করার সুবিধা থাকায় , খুব অল্প সময়েই রিচার্জ করে নেওয়া যাবে। সারাদিন চলার জন্য ফোনটিতে রয়েছে ৪৫০০mAh ব্যাটারি ।
advertisement
5/6
Motorola Edge 30 5G: Flipkart তথ্য অনুযায়ী, মোটোরোলা এজ ৩০ ৫জি ফ্লিপকার্ট সেলে ২২,৭৪৯ টাকায় কেনা যাবে। ফোনটিতে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ( HD+) অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ফলে গেমের কোনও ফ্রেম এবার বাদ যাবে না। ফোনের পিছনের দিকে রয়েছে তিন- তিনটে ক্যামেরা। সেলফির জন্য এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
advertisement
6/6
Realme GT 2: এই ফোনটি পকেটস্থ করতে খরচ করতে হবে ২৬৯৯৯ টাকা। ফোনটিতে একটি ৬.৬২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। যেটা এই ধরনের বাজেটে বেশ ভাল। ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে ফোনটিতে ৫০০০mAh ব্যাটারিও পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Flipkart বিগ বিলিয়ান ডে'জ সেলে ৩০ হাজার টাকার কমে ৫টি দুর্দান্ত স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল