TRENDING:

Flipkart Diwali Sale: বাম্পার অফার! ৯০০০ টাকা সস্তায় কিনুন 67W চার্জিং-সহ Poco X4 Pro 5G ফোন

Last Updated:
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোনের ওপর রয়েছে আকর্ষণীয় অফার এবং ছাড়।
advertisement
1/6
বাম্পার অফার! ৯০০০ টাকা সস্তায় কিনুন 67W চার্জিং-সহ Poco X4 Pro 5G ফোন
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে। এই ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোনের ওপর রয়েছে আকর্ষণীয় অফার এবং ছাড়। যেমন, Poco X4 Pro 5G ফোন ২২,৯৯৯ টাকার বদলে পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯৯ টাকায়।
advertisement
2/6
প্রাথমিক ভাবে অবিশ্বাস্য মনে হলেও দাম নেমে এসেছে এতটাই কমে। এই Poco X4 Pro 5G ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে ব্যবহার করা হয়েছে ৬৭ ডবলু সনিক চার্জ এবং অ্যামোলেড ডিসপ্লে।
advertisement
3/6
এই Poco X4 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই Poco X4 Pro 5G ফোনের ডিসপ্লের ব্রাইটনেস ১২০০ নিটস। এছাড়াও Poco X4 Pro 5G ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ এইচজেড। পোকোর এই নতুন ফাইভ-জি ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১ বেসড MIUI 13।
advertisement
4/6
Poco X4 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। Poco X4 Pro 5G ফোনে রয়েছে ৮ জিবি পর্যন্ত LPDDRx র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। এছাড়াও Poco X4 Pro 5G ফোনে ডায়নামিক র‍্যামের সুবিধা পাওয়া যাবে। এর সাহায্যে র‍্যাম ১১ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
advertisement
5/6
Poco X4 Pro 5G ফোনে তিনটি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে f/1.9 অ্যাপারচার যুক্ত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও সেলফি তোলা এবং ভিডিও কলিংয়ের জন্য Poco X4 Pro 5G ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
advertisement
6/6
Poco X4 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ডবলু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। Poco X4 Pro 5G ফোনের ওজন ২০৫ গ্রাম। Poco X4 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও কানেকটিভিটির জন্য Poco X4 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং একটি আইআর ব্লাস্টার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Flipkart Diwali Sale: বাম্পার অফার! ৯০০০ টাকা সস্তায় কিনুন 67W চার্জিং-সহ Poco X4 Pro 5G ফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল