Calling Issue: নেটওয়ার্ক সমস্যা নয়, আপনার এই ভুলের জন্যই মাঝেমাঝে ফোন লাগে না ! ৯০ শতাংশই অজানা
- Published by:Rachana Majumder
Last Updated:
অনেক বার আমরা লক্ষ্য করে দেখেছি ফোনে সম্পূর্ণ নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ফোন লাগছে না বা রিং হচ্ছে না৷ সহজ উপায়েই হবে সমাধান৷
advertisement
1/5

গত দশ বছরে বেশ অনেকটা দৌড়ে ফেলেছে প্রযুক্তি। তারই ফলে মানুষ এখন এক মুহূর্ত কাটাতে পারে না মোবাইল ফোন ছাড়া। ইদানীং ছোট-বড় প্রতিটি কাজই স্মার্টফোনের সাহায্যে করতে বাধ্য হচ্ছি আমরা। আসলে অভ্যেস হয়ে গিয়েছে। যে কোনও কাজই স্মার্টফোন এমন নিমেষে করে ফেলে, চিন্তার কারণই থাকে না।
advertisement
2/5
আজকালকার দিনে ফোন ছাড়া যেন এক পাও চলা যায় না৷ কাউকে ফোনে পাওয়া না গেলে যেন চিন্তা আর বিরক্তির শেষ নেই৷ মাঝেমাঝেই তো এমন হয় যে ফোন করছি, কিন্তু ফোন যাচ্ছে না? কী ভাবেন নেটওয়ার্কের সমস্যা? আজ্ঞে না৷ এটা আপনারই ভুল৷
advertisement
3/5
অনেক বার আমরা লক্ষ্য করে দেখেছি ফোনে সম্পূর্ণ নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ফোন লাগছে না বা রিং হচ্ছে না৷ সহজ উপায়েই হবে সমাধান৷ ফোনটাকে অফ করে ঠিক পাঁচ মিনিট পরে আবার অন করুন৷ ব্যাস, সমাধান আপনার হাতে৷
advertisement
4/5
মাঝেমাঝেই আমরা ফোনকে DND করেদি৷ তা সে অফিসে হোক কিংবা কোনও গেম খেলার সময়৷ কিন্তু পরে আগের জায়গায় আনতে ভুলে যাই৷ এরপর যখন ফোন করতে যাই, মনে হয় আমাদের সিম কার্ডে কোনও সমস্যা৷ যার ফলে ফোন লাগছে না৷
advertisement
5/5
কিন্তু এসবের পরেও যদি দেখেন যে ফোন লাগছে না, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে কোনও বড় সমস্যা৷ সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন৷