TRENDING:

Elon Musk: ট্যুইট পড়তে হলেও দিতে হবে টাকা! চালু নয়া নিয়ম, এলন মাস্কের আপন দেশে নিয়মকানুন....

Last Updated:
নেটিজেনরা বলছে, এই পর্যন্ত তা-ও ঠিক ছিল৷ কিন্তু, এখন এলন মাস্ক করলেন, তাতে বিনামূল্যে ট্যুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধই হয়ে যাচ্ছে। এখন যাঁদের ট্যুইটারের সাবস্ক্রিপশন নেওয়া আছে, কেবলমাত্র সেই সমস্ত ব্যবহারকারীরাই সমস্ত ট্যুইট দেখতে সক্ষম হবেন। এমতাবস্থায়, যাঁরা প্রতিদিন হাজার হাজার ট্যুইট দেখে তাঁদের প্রতিক্রিয়া জানাতেন, তাঁদের পক্ষে বিষয়টা কিছুটা কঠিন হতে চলেছে।
advertisement
1/5
ট্যুইট পড়তেও দিতে হবে টাকা! চালু নয়া নিয়ম, এলন মাস্কের আপন দেশে নিয়মকানুন...
ট্যুইটার কিনে নেওয়া ইস্তক প্রায় প্রতিদিনই নতুন নতুন নিয়ম চালু করছেন এলন মাস্ক৷ প্রথমেই তিনি একগুচ্ছ লোককে কাজ থেকে অব্যাহতি দেন, যা নিয়ে প্রবল সমালোচিতও হন৷ তারপর ব্লু টিক কেও সাবস্ক্রিপশনের আওতায় নিয়ে চলে আসেন৷ বর্তমানে মাসিক একটি নির্দিষ্ট মূল্য দিলেই তবে মেলে ট্যুইটারের ব্লু টিক পরিষেবা৷
advertisement
2/5
নেটিজেনরা বলছে, এই পর্যন্ত তা-ও ঠিক ছিল৷ কিন্তু, এখন এলন মাস্ক করলেন, তাতে বিনামূল্যে ট্যুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধই হয়ে যাচ্ছে। এখন যাঁদের ট্যুইটারের সাবস্ক্রিপশন নেওয়া আছে, কেবলমাত্র সেই সমস্ত ব্যবহারকারীরাই সমস্ত ট্যুইট দেখতে সক্ষম হবেন। এমতাবস্থায়, যাঁরা প্রতিদিন হাজার হাজার ট্যুইট দেখে তাঁদের প্রতিক্রিয়া জানাতেন, তাঁদের পক্ষে বিষয়টা কিছুটা কঠিন হতে চলেছে।
advertisement
3/5
এলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটার বিভ্রাটের কারণে এই নতুন নিয়ম আনা হয়েছে।
advertisement
4/5
এলন মাস্ক আসলে তাঁর গ্রাহকদের কোনও না কোনোভাবে পেড সংস্করণে আনতে চান। তাই এই নয়া কৌশল। বিনামূল্যে যাঁরা ট্যুইটার ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে দৈনিক ট্যুইট পড়ার সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। অর্থাৎ, আপনার যদি ট্যুইটার সাবস্ক্রিপশন না থাকে, তাহলে আপনি একদিনে সর্বোচ্চ ৬০০টি ট্যুইট পড়তে পারবেন আপনি।
advertisement
5/5
এলন মাস্কের নতুন নিয়ম অনুসারে, যে সমস্ত ব্যবহারকারীর সাবস্ক্রিপশন নেওয়া আছে, তাঁরা দিনে সর্বাধিক ৬ হাজারটি ট্যুইট পড়তে পারবেন৷ কিন্তু সাবস্ক্রিপশন না থাকলে দিনে সর্বাধিক ৬০০টি ট্যুইট পড়তে পারবেন৷ আর নতুন আনভেরিফায়েড ট্যুইটার ব্যবহারকারীরা পড়তে পারবেন দিনে মাত্র ৩০০টি ট্যুইট।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Elon Musk: ট্যুইট পড়তে হলেও দিতে হবে টাকা! চালু নয়া নিয়ম, এলন মাস্কের আপন দেশে নিয়মকানুন....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল