TRENDING:

এক ক্লিকেই যে কেউ হবে ‘নগ্ন’, বাজারে এল নতুন এক্সরে অ্যাপ !

Last Updated:
advertisement
1/7
এক ক্লিকেই যে কেউ হবে ‘নগ্ন’, বাজারে এল নতুন এক্সরে অ্যাপ !
শিরোনাম পড়ে নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন খবর? ফেক নয় তো ! তাহলে বলি, মোটেই নয়, গোটা বিশ্বে যেভাবে রোজ রোজ নতুন নতুন অ্যাপ জন্ম নিচ্ছে, সেই বাজারে একেবারে নতুন চমক এই এক্সরে অ্যাপ !
advertisement
2/7
ব্যাপারটা একটু খোলাখুলি করে বরং বলা যাক ৷ অ্যাপের নাম DeepNudes ৷ এই অ্যাপ এখন দুনিয়া কাঁপাচ্ছে ৷ ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে প্রায় ৫০ লক্ষ ইউজার নিজের ঝুলিতে পুরে ফেলেছেন এই অ্যাপ ৷
advertisement
3/7
তা এই অ্যাপের কাজ কি? কেনই বা এই অ্যাপের নাম DeepNudes এক্সরে ? এই অ্যাপের আসল জাদু-ই হল এক্সরে৷
advertisement
4/7
ব্যাপারটা হল এই অ্যাপটা আপনার মোবাইলে ডাউনলোড করে যে কারও ছবি তুলে নিন ৷ তারপর এই অ্যাপের সাহায্যে দেখে নিতে পারবেন ব্যক্তির নগ্নরূপ ৷
advertisement
5/7
তবে গোটা ব্যাপারটা মোটেই বিনামূলে নয়, এই অ্যাপের সব কারসাজি পাওয়ার জন্য খরচা করতে হবে ৩৪৪৯ টাকা ৷
advertisement
6/7
অ্যাপ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপে তোলা ছবি কোনওভাবেই শেয়ার করা যাবে না ৷ শুধু তাই নয়, কোনও জনপ্রিয় ব্যক্তির ছবি নিয়েও এই অ্যাপে ব্যবহার করা যাবে না ৷
advertisement
7/7
এমনকী, কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই অ্যাপ নিয়ে কোনওরকম কু-কর্ম ধরা পড়লে ব্যক্তি কঠোর শাস্তি দেওয়া হবে ৷ তবে এখনও এই অ্যাপ নিয়ে নানা রকম টেকনিক্যাল কাজকর্ম চলছে ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এক ক্লিকেই যে কেউ হবে ‘নগ্ন’, বাজারে এল নতুন এক্সরে অ্যাপ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল