TRENDING:

Mobile Charging: এই ছিল ১০০%, হয়ে গেল ৫০%! মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই সমস্যা হচ্ছে না তো?

Last Updated:
Mobile Charging: সেলফি, বন্ধুদের বা বাড়ির সবার সঙ্গে গ্রফি, ঠাকুরের ছবি, মণ্ডপে মণ্ডপে ঘোরার রিল- কত কাজ হবে ওই একটা ফোন দিয়েই। এবার তাতে চার্জ না থাকলে হয়!
advertisement
1/8
মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই সমস্যা হচ্ছে না তো?
বিদূষী খনা বলেছিলেন যে শূন্য কুম্ভ দেখা অশুভ, তা জীবনে সমস্যা বয়ে নিয়ে আসে। প্রযুক্তির যুগে কুম্ভটাকে ফোন দিয়ে বদলে দিলেও ব্যাপার একই হয়। যে কারণে ঘুম থেকে উঠেই আমরা অনেকেই ফোন চার্জে বসিয়ে দিই। ১০০ শতাংশ বা ফুল চার্জ হয়ে গেলে মন ফুরফুরে হয়। কিছু পরেই যখন ফোনের ব্যাটারির আইকন খালি দেখাতে থাকে, খালি হওয়ার মাত্রা বাড়তে থাকে একটু একটু করে, আমাদের মেজাজও বিগড়োয়, এসে জোটে রাজ্যের সমস্যা। সে হওয়ারই কথা, ফোন যে এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। মনের মানুষের চেয়েও ফোন বেশি ভালবাসি আমরা।
advertisement
2/8
এ দিকে, পুজো এসেই গেল! এখন জমিয়ে উঠবে ছবি আর ভিডিও। সেলফি, বন্ধুদের বা বাড়ির সবার সঙ্গে গ্রফি, ঠাকুরের ছবি, মণ্ডপে মণ্ডপে ঘোরার রিল- কত কাজ হবে ওই একটা ফোন দিয়েই। এবার তাতে চার্জ না থাকলে হয়!
advertisement
3/8
চিন্তা নেই, দেখে নেওয়া যাক কেন ফোনের চার্জ কমে আসে, তাহলেই চিন্তাহীন মেজাজে ফোন হাতে দারুণ এক পুজো কাটানো যাবে।
advertisement
4/8
- ফোন কখনই পুরো চার্জ দিতে নেই, তা ব্যাটারিতে চাপ ফেলে। ফলে, ৯০ শতাংশ হয়ে গেলেই চার্জ খুলে নিতে হবে, ২০ শতাংশে নেমে গেলে তেমনই আবার চার্জে দিতে হবে।
advertisement
5/8
- চার্জার খারাপ থাকলেও ফোনে চার্জ নিয়ে সমস্যা হবে। হয় চার্জ হতে দেরি হবে, অথবা ঠিকঠাক চার্জ হবে না। ব্যাটারি নামবে তলানিতে। অতএব, ওটাও চেক করিয়ে নেওয়া দরকার।
advertisement
6/8
- অতিরিক্ত গরমে, প্রচণ্ড শীতেও ফোন চার্জ হতে সময় নেয়। সেক্ষেত্রে অ্যাডাপ্টার বদলানোর দরকার নেই, এটা মাথায় রাখা ভাল।
advertisement
7/8
- ফোন চার্জে বসিয়ে তা নিয়ে কাজ করা বা কথা বলা উচিত নয়। ব্যাপারটা দাঁড়াবে ঠিক চৌবাচ্চার অঙ্কের মতো- জল ঢুকবে আর জল বেরোবে। কতক্ষণে পুরোটা ভরবে, সেটা হিসেব কষে বের করতে হবে। তবে, সময় তো লাগবেই, চার্জ বেশিক্ষণ থাকবেও না।
advertisement
8/8
- চার্জিং পোর্টে ধুলো জমলেও চার্জ হতে দেরি হবে, ব্যাটারি ফলে জলদি খালি হবে, তাই ওটা সাফসুতরো রাখা দরকার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mobile Charging: এই ছিল ১০০%, হয়ে গেল ৫০%! মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই সমস্যা হচ্ছে না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল