Mobile Charging Tips: এই মারাত্মক ভুলগুলি করছেন না তো? মোবাইল চার্জারে লেগে যেতে পারে আগুন!
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Mobile Charging Tips: মোবাইল ফোন চার্জে দেয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখলে আপনার ফোনের আয়ু যেমন বাড়বে তেমনি নানান ঝুঁকিও কমবে।
advertisement
1/6

মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কারণ সকালে ঘুম ভাঙার পর থেকে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থাকে মোবাইল ফোন। কিন্তু আমাদের সব সময়ের সঙ্গী ফোনের সঠিক যত্ন কি আমরা আদৌ নিই! আর ফোন এবং তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঠিক যত্ন না নেওয়া হলে সমূহ বিপদ! এমনকী নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে নিজের পছন্দসই ফোনটিও।
advertisement
2/6
আসলে স্মার্টফোন চার্জ করার ক্ষেত্রে অনেকেই কিছু ছোট ছোট ভুল করে থাকেন। যার কিন্তু বড় মাসুল দিতে হতে পারে। আসলে ফোন চার্জে বসানোর সময় ভুল করলে চার্জারের আগুন লাগার ঝুঁকি অনেকাংশ বৃদ্ধি পায়। এমনকী ক্ষতি হতে পারে ফোনের। তাই জেনে নেওয়া যাক, ক্ষতির হাত থেকে মুঠোফোনটিকে বাঁচানোর উপায়।
advertisement
3/6
এর জন্য মনে রাখতে হবে যে, স্মার্টফোনের জন্য ভাল কোম্পানির চার্জারই ব্যবহার করা উচিত। সস্তা দামের এবং অপরিচিত কোনও কোম্পানির চার্জার ব্যবহার করলে কিন্তু বিপদ। কারণ চার্জিংয়ের গতি তো কমেই, সেই সঙ্গে চার্জার অতিরিক্ত গরমও হয়ে যেতে পারে। সেই কারণে ফোনের নিজস্ব চার্জারই ব্যবহার করা উচিত। এতে ফোনও ভালই থাকে।
advertisement
4/6
আবার চার্জারে নানা ধরনের সমস্যাও থাকতে পারে। এর মধ্যে অন্যতম হল - প্লাগের মধ্যে ক্র্যাক অথবা ল্যুজ কানেকশন। কখনও কখনও আবার তার কোনও জায়গায় ছিঁড়ে যেতে পারে। এমনটা হলে চার্জারটি সারিয়ে নিয়ে তা ব্যবহার করা উচিত। নাহলে চার্জার থেকে কিন্তু আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকে প্রবল।
advertisement
5/6
এখানেই শেষ নয়, স্মার্টফোনের চার্জ পুরোপুরি হয়ে গেলে চার্জারটি খুলে নিতে হবে। কারণ অনেকেই ফোন চার্জ করা হয়ে গেলেও চার্জার প্লাগ-ইন করে রাখেন। এমনটা করার অভ্যাস থাকলে সাবধান হয়ে যেতে হবে।
advertisement
6/6
কারণ এতে ফোনের উপর চাপ পড়তে পারে। ফলে ফোন নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। তাই ফোন পুরোপুরি চার্জ দেওয়া হয়ে গেলে চার্জারটি ফোন থেকে ডিসকানেক্ট করে নিতে হবে। এই উপায়গুলি অবলম্বন করলে ফোন আর চার্জার দুইই ভাল থাকবে।