খরচ কম, অথচ লাভই লাভ! ৯৯ টাকার সেরা প্ল্যান নিয়ে হাজির BSNL! কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
দেখে নেওয়া যাক BSNL-এর এই ৯৯ টাকার প্ল্যানটিতে গ্রাহকরা কী কী পরিষেবা পাবেন।
advertisement
1/6

ভারতে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি যুগের সঙ্গে তাল মিলিয়ে ইতিমধ্যেই 5G পরিষেবা দিতে বদ্ধপরিকর। ভারত সরকারও এই বিষয়ে বিভিন্ন টেলিকম কোম্পানি এবং ব্যবহারকারীদের ক্রমশ উন্নত পরিষেবা গ্রহণ করার জন্য উৎসাহ দিচ্ছে। কিন্তু আখেরে সরকারি টেলিকম কোম্পানি BSNL এখনও সীমাবদ্ধ রয়েছে 3G-তেই।
advertisement
2/6
চলতি বছরের শুরুতে BSNL-এর 4G হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে ২০২৪-এ। এই অবস্থায় গ্রাহক হারানোর ভয় করছে খোদ সংস্থা থেকে শুরু করে সংস্থার কর্মীরা। এই ভয় কাটাতেই হোক বা আরও বেশি করে গ্রাহকদের আকর্ষণ করতে হোক, একের পর এক দুর্দান্ত প্ল্যান অফার করে চলেছে এই টেলকো সংস্থা।
advertisement
3/6
বেশিরভাগ কোম্পানি প্ল্যান লঞ্চের বিষয়ে একই রকমের পলিসি অনুসরণ করে। সে ক্ষেত্রে দেখা যায় সব রকমের প্ল্যানই সামান্য অদল-বদল করে বাজারে লঞ্চ করা হয়। দামের সঙ্গে ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্ল্যান পরিকল্পনা করে কোম্পানিগুলি। তবে এই প্ল্যানে বদল আনতে চলেছে BSNL। অন্যান্য টেলকো কোম্পানিগুলি যেখানে একেবারে কমদামি প্ল্যান তুলে নিয়ে অতিরিক্ত ট্যারিফ যুক্ত করে নতুন প্ল্যান লঞ্চ করছে, সেখানে BSNL সবচেয়ে কম খরচে গ্রাহকদের অসাধারণ সব প্ল্যান অফার করছে।
advertisement
4/6
ইতিমধ্যেই Airtel তাদের ৯৯ টাকার সর্বনিম্ন প্ল্যানের বদলে ১৫৫ টাকার একটি প্ল্যান বাজারে নিয়ে এসেছে। Airtel-এর সর্বনিম্ন মূল্যের প্ল্যানটিই এবারে হাতে তুলে নিয়েছে BSNL। এবারে দেখে নেওয়া যাক BSNL-এর এই ৯৯ টাকার প্ল্যানটিতে গ্রাহকরা কী কী পরিষেবা পাবেন।
advertisement
5/6
৯৯ টাকার BSNL-এর প্ল্যানটিতে মূলত গ্রামীণ পরিষেবার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে ডেটা সংক্রান্ত কোনও সমস্যা না মিটলেও, গ্রাহকরা এই প্যাকের সাহায্যে ফোন করতে পারবেন। এতে মোট ১৮ দিনের প্যাক ভ্যালিডিটির সুবিধে দেওয়া হয়েছে। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা লোকাল কল ছাড়াও ন্যাশনাল কলিংয়ের সুবিধেও পাবেন। তবে গ্রাহকরা ডেটা বা SMS প্যাকের সুবিধে পাচ্ছেন না এই প্যাকে।
advertisement
6/6
BSNL-এর এই ৯৯ টাকার প্ল্যানটি ছাড়াও এখানে ১১৮ টাকায় ২০ দিনের ভ্যালিডিটি যুক্ত কলিং প্যাক এবং ১৮৪ টাকার ২৮ দিনের প্যাকও রয়েছে। এই দুটি প্যাকেই ডেটা ব্যবহারের সুবিধেও রয়েছে। ১১৮ টাকার প্ল্যানে মোট ৫০০ MB এবং ১৮৪ টাকার প্ল্যানে মোট ১ GB ডেটা মিলবে।