লকডাউনের জন্য অতিরিক্ত ভ্যালিডিটির সঙ্গে ১০ টাকার ফ্রি টকটাইম দিচ্ছে Airtel
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আট কোটি গ্রাহককে দশ টাকার ফ্রি টকটাইম দিল
advertisement
1/5

দেশজুড়ে লকডাউন। বাড়ি থেকে বেরোনো নিষেধ। লকডাউন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু তারই মধ্যে অনেক মোবাইল গ্রাহকের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। আর এই কথাকে মাথায় রেখে প্রিপেড গ্রাহকের ভ্যালিডিটি পিরিইয়ড বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে Airtel।
advertisement
2/5
কোম্পানি জানিয়েছে যে ৮ কোটি প্রিপেড গ্রাহদের প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে ১৭ এপ্রিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের নম্বরে ১০ টাকার টকটাইম ব্যালেন্সও দিচ্ছে Airtel।
advertisement
3/5
Airtel-এর চিফ মার্কেটিং অফিসার শাশ্বত শর্মা জানিয়েছেন যে লকডাউনের জেরে বিপর্যস্ত দেশের জীবনযাত্রা, এই সংকটের সময় যাতে মানুষ নিজের প্রিয়জন আর পরিবারের সঙ্গে ফোন, এসএমএস ইত্যাদিতে জুড়ে থাকতে পারে তাই এই সিদ্ধান্ত।
advertisement
4/5
গত রবিবার ট্রাই-এর তরফ থেকে সমস্ত টেলিকম অপারেটরদের জানানো হয়েছিল যে এই লকডাউনের সময় গ্রাহকরা যাতে নিরবিচ্ছিন্ন প্রিপেড সুবিধা পায় তার জন্য তাদের ভ্যালিডিটির মেয়াদ বাড়ানো হোক এবং তার সাথে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
advertisement
5/5
দেশজুড়ে লকডাউন। বাড়ি থেকে বেরোনো নিষেধ। আর এই লকডাউন এর মাঝে মোবাইল গ্রাহকদের জন্য সুখবর দিল BSNL আর MTNL। সমস্ত প্রিপেড গ্রাহকের ভ্যালিডিটি পিরিইয়ড বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকারি এই টেলিকম কোম্পানিগুলি। এছাড়াও সব প্রিপেড গ্রহাকদের ১০ টাকার অতিরিক্ত টকটাইমও দেবে BSNL আর MTNL।