কীভাবে মোবাইলে বেশিক্ষণ চার্জ ধরে রাখবেন, দেখুন সেরা উপায়
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
স্মার্টফোন ছাড়া একদিনও এখন সময় কাটে না৷ কিন্তু সেই ফোন চালনা করার ঝামেলা অনেক৷ ইন্টারনেটের সমস্যা যাও বা মেটানো যায়, সবারই সমস্যা হল চার্জ৷ স্মার্ট ফোনে বেশিক্ষণ চার্জ থাকে না৷
advertisement
1/8

১. নতুন মোবাইল কিনে প্রথমেই ফোন বন্ধ করে আট থেকে দশ ঘণ্টা চার্জ দিন। মাঝে যেন চার্জ দেওয়া বন্ধ না করা হয়৷
advertisement
2/8
২. খুব বেশি প্রয়োজন না হলে মোবাইল ভাইব্রেশন মোডে রাখবেন না। মোবাইল ভাইব্রেশন মোডে রাখার কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়।
advertisement
3/8
৩. টানা, দীর্ঘ সময় ধরে মোবাইলে ভিডিও দেখবেন না, গেম খেলবেন না৷
advertisement
4/8
৪.যখন ব্যবহার করছেন না, তখন অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন।
advertisement
5/8
৫. ব্যাটারির দিকে সব সময় খেয়াল রাখুন। দেখুন কোন অ্যাপ বেশি ব্যাটারি ক্ষয় করছে।
advertisement
6/8
৬. ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট, টেথারিং, ডেটা কানেকশন প্রয়োজন না পড়লে বন্ধ করে রাখাই ভাল।
advertisement
7/8
৭. ফোনের ডিসপ্লে ব্রাইটনেস যতটা সম্ভব কমিয়ে রাখুন। ডিসপ্লে টাইম আউট যথা সম্ভব কম রাখুন।
advertisement
8/8
৮. জিপিএস বন্ধ রাখুন৷ প্রয়োজন না হলে ইন্টারনেট বন্ধ করে রাখা ভাল৷