নতুন ফোন কেনার পরিকল্পনা? এক নজরে দেখে নিন ১৫,০০০ টাকার মধ্যে নভেম্বরের সব থেকে ভাল স্মার্টফোন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Smartphones Under 15000: বাজেটের মধ্যে উন্নত ফিচার যুক্ত স্মার্টফোন খুঁজলে, এক নজরে দেখে নিন ১৫,০০০ টাকার মধ্যে ভারতের সবথেকে ভাল ৫টি স্মার্টফোন।
advertisement
1/6

ভারতের বাজারে রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের স্মার্টফোন। কিন্তু বাজেটের মধ্যে উন্নত ফিচার যুক্ত স্মার্টফোন খুঁজলে, এক নজরে দেখে নিন ১৫,০০০ টাকার (Smartphones Under Rs. 15000) মধ্যে ভারতের সবথেকে ভাল ৫টি স্মার্টফোন।
advertisement
2/6
Moto G40 Fusion - ভারতে এই ফোনটির দাম প্রায় ১৪,৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ১১ (Android 11) এই ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্ক্রিন (Full HD+) এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি এসওসি (Qualcomm Snapdragon 732G SoC)। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা (Triple Rear Camera) সেট আপ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (64 Megapixel Primary Sensor)। Flipkart -এ এই ফোনটি পাওয়া যাচ্ছে দুই ধরনের স্টোরেজ সহ বিভিন্ন ধরনের কালারে।
advertisement
3/6
Samsung Galaxy F12 - ভারতে এই ফোনটির দাম প্রায় ১১,৪৯৯ টাকা। এই ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি-৫ (Infinity-5) ডিসপ্লে এবং ৯০এইচজি রিফ্রেশ রেট (90Hz Refresh Rate)। এছাড়াও এতে রয়েছে অক্টা-কোর এক্সিনস ৮৫০ এসওসি (Octa-Core Exynos 850 SoC), ৪ জিবির র্যাম (4GB RAM)। এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা (Quad Camera) এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ফোনটি পাওয়া যাচ্ছে তিন ধরনের কালার এবং দুই ধরনের স্টোরেজ মডেলে।
advertisement
4/6
Nokia G20 - ভারতে এই ফোনটির দাম প্রায় ১৩,৪৯০ টাকা। অ্যান্ড্রয়েড এই ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও এতে রয়েছে একটানা ৩ দিন ধরে চলার উন্নত ব্যাটারি। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক জি৩৫ প্রসেসর (MediaTek G35 Processor)। Amazon-এ পাওয়া যাচ্ছে এই Nokia G20 ফোনটি।
advertisement
5/6
Poco M3 Pro 5G - ভারতে এই ফোনটির দাম প্রায় ১৪,৯৯৯ টাকা। ৫জি (5G) এই ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৯০এইচজি রিফ্রেশ রেট। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এসওসি (MediaTek Dimensity 700 SoC), ৬ জিবি র্যাম এবং ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও এতে রয়েছে ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি যা ১৮ডাব্লু (18W) ফাস্ট চার্জ সাপোর্ট যুক্ত। Flipkart-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে তিন ধরনের কালার অপশনে।
advertisement
6/6
Realme 8i - ভারতে এই ফোনটির দাম প্রায় ১৩,৯৯৯ টাকা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৯৬ এসওসি (MediaTek Helio G96 SoC) এবং ৫০০০এমএএইচ ব্যাটারি। এই ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে।