advertisement
1/10

ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M2। ইতিমধ্যেই Flipkart থেকে একাধিক ফ্ল্যাশসেলে এই ফোন বিক্রি হয়েছে। চাহিদা চরমে থাকায় প্রত্যেক ফ্ল্যাশ সেলে নিমেষে শেষ স্টক। (Photo collected)
advertisement
2/10
এবার আর ফ্ল্যাশ সেলের জন্য অপেক্ষা করতে হবে না। ওপেন সেলে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। (Photo collected)
advertisement
3/10
এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ।(Photo collected)
advertisement
4/10
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। (Photo collected)
advertisement
5/10
ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ। (Photo collected)
advertisement
6/10
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12MP প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের সেকেন্ডারি সেন্সার। (Photo collected)
advertisement
7/10
ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ। (Photo collected)
advertisement
8/10
Asus ZenFone Max Pro M2 ফোনের ব্যাটারি 5,000 mAh। (Photo collected)
advertisement
9/10
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। (Photo collected)
advertisement
10/10
Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max Pro M2 কিনতে খরচ হবে 14,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন পাওয়া যাবে। (Photo collected)