TRENDING:

রোটেটিং ক্যামেরা-সহ লঞ্চ হল Asus 6Z, রয়েছে দুর্দান্ত ফিচার্সও

Last Updated:
advertisement
1/12
রোটেটিং ক্যামেরা-সহ লঞ্চ হল Asus 6Z, রয়েছে দুর্দান্ত ফিচার্সও
আজ, বুধবার ভারতে লঞ্চ হল Asus 6Z। একে Asus ZenFone 6-ও বলা যেতে পারে। প্রথমে ঠিক ছিল যে ZenFone 6 নামেই ভারতেও লঞ্চ হবে এই ফোন কিন্তু দিল্লি হাইকোর্টের বাধার পর কোম্পানি ফোনটিকে Asus 6Z নামে লঞ্চ করেছে।
advertisement
2/12
মে মাসেই স্পেনের ভ্যালেন্সিয়া শহরে Asus লঞ্চ করেছিল তাঁদের ফ্ল্যাগশিপ ফোন ZenFone 6। এই ফোনে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার, কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় ফিচার এর রোটেটিং ক্যামেরা।
advertisement
3/12
আজ দুপুর 12:30টার সময় নয়াদিল্লির একটি ইভেন্টে লঞ্চ হয় এই স্মার্টফোনটি। এই ইভেন্টটিকে কোম্পানি লাইভ দেখিয়েছিল তাঁদের অফিশিয়াল ফেসবুক, ট্যুইটার আর ইউটিউব অ্যাকাউন্টে।
advertisement
4/12
ভারতে Asus 6Z-এর দাম শুরু হচ্ছে 31,999 টাকা থেকে। বেশ মডেলে রয়েছে 6GB RAM/ 64GB স্টোরেজ। 6GB RAM/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা আর GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা।
advertisement
5/12
২৬ জুন থেকে Flipkart -এ পাওয়া যাবে এই স্মার্টফোন। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন - মিডনাইট ব্ল্যাক আর টোয়াইলাইট সিলভার।
advertisement
6/12
ডুয়াল সিম Asus 6Z ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Zen UI 6। কোম্পানি এটাও জানিয়ে দিয়েছে যে Android Q আর Android R আপডেটও পাবে এই ফোন।
advertisement
7/12
এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। প্রটেকশনের জন্য রয়েছে Corning Gorilla Glass 6।
advertisement
8/12
ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 প্রসেসর, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। আরও থাকছে Adreno 640 GPU।
advertisement
9/12
এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফিও তুলতে পারবে। এর ফলে ডিসপ্লেতে নেই কোনও নচ। এই ফোনে পেয়ে যাবেন ছবি তোলার একটি নতুন অনুভূতি। আপনি নিজে পছন্দ মতো ক্যামেরার অ্যাঙ্গেল সেট করতে পারবেন। আপনি এর ফলে সিমলেস প্যানরামা ছবি তুলতে পারবেন।
advertisement
10/12
6Z এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সুটারের সাথে Sony IMX586 সেন্সার, f/1.79 লেন্স। রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (125-degree)। রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ।
advertisement
11/12
6Z ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।
advertisement
12/12
এই ফোনে থকাছে 3.5mm অডিও জ্যাক, রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, USB Type-C, NFC, Wi-Fi, Bluetooth 5.0 আর LED নোটিফিকেশন লাইট।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
রোটেটিং ক্যামেরা-সহ লঞ্চ হল Asus 6Z, রয়েছে দুর্দান্ত ফিচার্সও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল