TRENDING:

Samsung Galaxy M32 5G ফোনে ৩২ শতাংশ পর্যন্ত ছাড়, এই অফার হাতছাড়া করলেই লস!

Last Updated:
Amazon -এর Great Indian Festival Sale 2022 সেলে স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি ফোনটি পেয়ে যাবেন ১০,৪৯৯ টাকাতে
advertisement
1/7
Samsung Galaxy M32 5G ফোনে ৩২ শতাংশ পর্যন্ত ছাড়, এই অফার হাতছাড়া করলেই লস!
উৎসবের মরশুমে স্মার্টফোন ক্রেতাদের জন্য এ যেন সোনায় সোহাগা। শপিং সাইটে সেলের ছড়াছড়ি। কম দামে ব্র্যান্ডেড ফোন ঘরে আনার এ এক অভূতপূর্ব সুযোগ। Amazon যেমন শুরু হয়েছে The Great Indian Festival Sale 2022। ২৩ সেপ্টেম্বর থেকেই ক্রেতারা পকেটে পুরতে পারবেন ব্র্যান্ডেড ফোন। তবে যদি অপেক্ষা করা ধাতে না পোষায় , তাহলেও চিন্তার কিছু নেই। অ্যামাজনের Kickstarter ডিলের মাধমেও নিজের করে নিতে পারা যাবে পছন্দের স্মার্টফোন।
advertisement
2/7
ইচ্ছুক গ্রাহকরা অ্যামাজনের কিকস্টার্টার ডিলে কম দামে Samsung Galaxy M32 5G স্মার্টফোন কিনতে পারবেন। জেনে নেওয়া যাক কত সস্তায় গ্রাহকরা কিনতে পারবেন এই জনপ্রিয় ফোন…
advertisement
3/7
জনপ্রিয়তার দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি-কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার হয় না। উৎসবের মরশুমে এমন সুযোগ তাই হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না। Amazon.in সাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, ফোনটি ৩২ শতাংশ ছাড়ে কিনতে পারবেন গ্রাহকরা। ফলে ফোনটির দাম দাড়াচ্ছে ১০,৪৯৯ টাকা।
advertisement
4/7
স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ( HD+) ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে পর্দার পিক্সেল ঘনত্ব ২৭০ ppi, যেটা এই বাজেটের অনেক ফোনের থেকেই ভাল। ৬০ Hz রিফ্রেশ রেট দুর্দান্ত না হলেও ভিডিও দেখায় কোনও বাধা হয়ে দাঁড়াবে না। সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ দেওয়া আছে।
advertisement
5/7
ভারতে স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি ফোন দুই রকম কনফিগারেশনে পাওয়া যায়। ৬ জিবি আর ৮ জিবি RAM। ফোনের সঙ্গেই রয়েছে ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ। গেম হোক বা ভিডিও, ফোনেই রেখে দেওয়া যাবে প্রাণ ভরে।
advertisement
6/7
ক্যামেরার দিক থেকেও স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি ফোন বেশ কয়েক কদম এগিয়ে। F/১.৮ অ্যাপারচার সহ ফোনের পিছনের দিকে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা । ফোনটিতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেলের লেন্সও রয়েছে।
advertisement
7/7
ফোনের ব্যাটারি খরচের বিষয়ে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। শক্তি সাশ্রয়ী 7nm চিপসেটের সঙ্গে এটাই প্রথম স্মার্টফোন। সারাদিন চলার জন্য ফোনটিতে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। আর চার্জ ফুরিয়ে গেলে? ১৫ ওয়াটের দ্রুত চার্জ দেওয়ার পাশাপাশি চার্জ দেওয়ার জন্য USB Type-C পোর্টও রয়েছে। তাই নিজের চার্জারর নিতে ভুলে গেলেও অন্য কারও থেকে মিনিট খানিকের জন্য চার্জার ধার নিলেই আবার ফোন প্রস্তুত সারা দিনের জন্য!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/মোবাইল/
Samsung Galaxy M32 5G ফোনে ৩২ শতাংশ পর্যন্ত ছাড়, এই অফার হাতছাড়া করলেই লস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল