বাম্পার প্ল্যান দিচ্ছে Airtel, Vi, ২০০ টাকার কম খরচে ডেটার সঙ্গে আনলিমিটেড কল
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Airtel vs Vodafone plans under Rs 200: ২০০ টাকার নিচে Airtel vs Vi-এর রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক...
advertisement
1/9

টেলিকম কোম্পানিদের মধ্যে সস্তার প্ল্যান নিয়ে প্রতিনিয়ত লেগে রয়েছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন ধরনের টেলিকম কোম্পানি বিভিন্ন ধরনের সস্তার প্ল্যান লঞ্চ করে গ্রাহকদের কথা মাথায় রেখে। গ্রাহকদের ধরে রাখার জন্য এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানি লঞ্চ করে চলেছে একটার পর একটা সস্তার প্যান।
advertisement
2/9
বাজারে এখন এই সকল কোম্পানির বিভিন্ন ধরনের সস্তার প্ল্যান রয়েছে। এর ফলে ইউজারদের উপযুক্ত এবং সবথেকে ভাল প্ল্যান বেছে নিতে সমস্যায় পড়তে হয়। কিন্তু বাজারে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার ২০০ টাকার নিচে বেশ কয়েকটি প্ল্যান রয়েছে, যেখানে ইউজারদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এমনই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/9
এয়ারটেলের ১৫৫ টাকার প্ল্যান - এয়ারটেলের এই ১৫৫ টাকার প্ল্যানের সময়সীমা ২৪ দিনের জন্য। এয়ারটেলের এই ১৫৫ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩০০ এসএমএস, আনলিমিটেড কলিং, ১ জিবি ডেটা এবং হ্যালোটিউনসের সুবিধা পাবেন। এয়ারটেলের এই ১৫৫ টাকার প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশনের সুবিধা পেয়ে যাবেন।
advertisement
4/9
এয়ারটেলের ১৭৯ টাকার প্ল্যান - এয়ারটেলের এই ১৭৯ টাকার প্ল্যানের সময়সীমা ২৪ দিনের জন্য। এয়ারটেলের এই ১৭৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩০০ এসএমএস, আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটা এবং হ্যালোটিউনসের সুবিধা পাবেন। এয়ারটেলের এই ১৭৯ টাকার প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশনের সুবিধা পেয়ে যাবেন।
advertisement
5/9
এয়ারটেলের এই ২০৯ টাকার প্ল্যানের সময়সীমা ২১ দিনের জন্য। এয়ারটেলের এই ২০৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০ এসএমএস, আনলিমিটেড কলিং, ১.৫ জিবি ডেটা এবং হ্যালোটিউনসের সুবিধা পাবেন। এয়ারটেলের এই ২০৯ টাকার প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশনের সুবিধা পেয়ে যাবেন।
advertisement
6/9
এয়ারটেলের এই ২৩৯ টাকার প্ল্যানের সময়সীমা ২৮ দিনের জন্য। এয়ারটেলের এই ২৩৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০ এসএমএস, আনলিমিটেড কলিং, ১.৫ জিবি ডেটা এবং হ্যালোটিউনসের সুবিধা পাবে। এয়ারটেলের এই ২৩৯ টাকার প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশনের সুবিধা পেয়ে যাবেন।
advertisement
7/9
ভোডাফোন আইডিয়ার এই ১৭৯ টাকার প্ল্যানের সময়সীমা ২৮ দিনের জন্য। ভোডাফোন আইডিয়ার এই ১৭৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩০০ এসএমএস, আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটার সুবিধা পাবেন। ভোডাফোন আইডিয়ার এই ১৭৯ টাকার প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে ভিআই মুভি এবং ভিআই টিভির সুবিধা পেয়ে যাবেন।
advertisement
8/9
ভোডাফোন আইডিয়ার এই ১৯৫ টাকার প্ল্যানের সময়সীমা ১ মাসের জন্য। ভোডাফোন আইডিয়ার এই ১৯৫ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩০০ এসএমএস, আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটার সুবিধা পাবেন। ভোডাফোন আইডিয়ার এই ১৯৫ টাকার প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে ভিআই মুভি এবং ভিআই টিভির সুবিধা পেয়ে যাবেন।
advertisement
9/9
কোন প্ল্যান বেশি সাশ্রয়ী - এই ক্ষেত্রে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া দুটি কোম্পানির প্ল্যানই গ্রাহকদের জন্য উপযুক্ত। কারণ তাদের প্ল্যানে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। কিন্তু, এয়ারটেলের প্ল্যান শুরু হচ্ছে ১৫৫ টাকা থাকে, যার সময়সীমা ২৪ দিনের জন্য। অন্য দিকে, ভোডাফোন আইডিয়ার প্ল্যান শুরু হচ্ছে ১৭৯ টাকা থেকে, যার সময়সীমা ২৮ দিনের জন্য।