airtel Vs Vodafone-Idea Prepaid Plans: গ্রাহকদের জন্য বিরাট ধাক্কা, আরও বেশি টাকা খরচ হচ্ছে, দেখুন এয়ারটেল-VI রিচার্জ প্ল্যান
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Airtel, Vodafone-Idea Prepaid Recharge Plans|Airtel Internet Plans|Vodafone-Idea Recharge Plans|Technology: আনলিমিটেড কলের সঙ্গে প্রতিদিনের ইন্টারনেট প্যাকের রকমারী সম্ভার
advertisement
1/8

এয়ারটেল (airtel), ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea Prepaid Recharge Plans) প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে ইতিমধ্যেই ৷ প্রায় ২০-২৫ শতাংশ ট্যারিফে দাম বৃদ্ধি করেছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক দাম বৃদ্ধির পরে এই দুই সংস্থার প্রিপেড গ্রাহকদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
এয়ারটেলের (airtel new tariff plans) নতুন রেট গ্রাহকদের জন্য ২৬ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে ৷ আর ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ২৫ নভেম্বর থেকেই কার্যকর করেছে নতুন প্রিপেড ট্যারিফ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
এয়ারটেল (airtel) ও ভোডাফোনের (Vodafone) সব থেকে সস্তা প্ল্যান ৭৯ টাকায় ছিল ৷ সেই প্যাকেরই দাম এখন বেড়ে হল ৯৯ টাকা ৷ এখন থেকে দুই সংস্থার নতুন প্ল্যানের অন্তর্গত সর্বনিম্ন রিচার্জ প্ল্যানের দাম ৯৯ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
এয়ারটেলের (airtel) এই প্ল্যানে ২৮ দিনে ভ্যালিডিটির সঙ্গে ২০০ এমবি ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে ৷ এই ট্যারিফের রেট প্রতি সেকেন্ডে (Tariff rates per seconds) এক পয়সা করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) সব থেকে বেশি যে প্ল্যানটি ব্যবহার করা হয় সেটি ২৮ দিনের বৈধ্যতা সম্পন্ন প্যাকের দাম ২৪৯ টাকা প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেটের (1.5 GB Internet) প্যাকের দাম ২৯৯ টাকা হয়েছে বর্তমানে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এয়ারটেলের (airtel) ১৪৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে ১৭৯ টাকা হয়েছে ৷ ২১৯ টাকার প্যাকের দাম হয়েছে ২৬৯ টাকা ৷ ২৯৯ টাকায় ২ জিবি ডেটার প্যাকের দাম ২৯৯ টাকা থেকে বেড়ে ৩৫৯ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
এই প্ল্যানের বৈধ্যতা ৩৫৯ টাকা হয়েছে ৷ ৮৪ দিনের বৈধ্যতার প্ল্যানের দাম সর্বনিম্ন দাম এবার থেকে ৪৫৫ টাকা হয়েছে ৷ ৫৯৮ টাকার প্রিপেড প্ল্যানের দাম দাম বর্তমানে হয়েছে ৭১৯ টাকা ৷ ৬৯৮ টাকার প্ল্যানের দাম হয়েছে ৮৩৯ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
অন্যদিকে ভোডাফোন (Vodafone) ৮৪ দিনের প্যাক যার দাম ছিল ৬৯৯ টাকা প্রতিদিন ২ জিবি করে ডেটা দিত, সেই প্যাকের দাম বর্তমানে হয়েছে ৮৩৯ টাকা ৷ ১.৫ জিবি করে প্রতিদিন ডেটার প্যাকের দাম ৫৯৯ টাকা থেকে বেড়ে ৭১৯ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷