TRENDING:

এয়ারটেলের ফাইভ জি চালু আট শহরে, কী করে আপনার ফোনে পাবেন সুবিধা, দেখে নিন

Last Updated:
২০২৪ সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশে এই পরিষেবা চালু হবে, বলেছে এয়ারটেল৷
advertisement
1/6
এয়ারটেলের ফাইভ জি চালু আট শহরে, কী করে আপনার ফোনে পাবেন সুবিধা, দেখে নিন
ভারতে এয়ারটেল চালু করল ফাইভ জি পরিষেবা৷ গত সপ্তাহে এয়ারটেলের সিইও সুনীল মিত্তল প্রথম এটির ঘোষণা করেন৷ আপাতত, দেশের পাঁচটি শহর, দিল্লি, বারাণসী, নাগপুর, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই ও শিলিগুড়িতে এই পরিষেবা চালু হবে৷ ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশে এই পরিষেবা চালু হবে৷
advertisement
2/6
কী ভাবে আপনার ফাইভ জি এনেবেলড ফোনে এই পরিষেবা চালু করবেন, এক বার দেখে নিতে পারেন৷ আপনার কাছে যদি আগে থেকেই ফাইফ জি প্রযুক্তির ফোন থাকে, তা হলেই এই পরিষেবা আপনি পাবেন৷
advertisement
3/6
প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে৷ সেখানে গিয়ে কানেকশনস অথবা মোবাইল নেটওয়ার্ক অপশানে যেতে হবে৷ তারপর সেখানকার নেটওয়ার্ক মোডে যেতে হবে৷
advertisement
4/6
সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন, নেটওয়ার্ক মোডের মধ্যে রয়েছে ফাইভ জি, ফোর জি, থ্রি জি ও টু জি অপশন
advertisement
5/6
সেখানে আপনাকে ফাইভ জি মোড সেট করতে হবে৷ তার পরেই আপনার ফোনের স্ক্রিনের উপরের দিকে দেখা যাবে ফাইভ জি অপশন৷ ব্যাস, তার মানেই আপনার ফোনে ফাইভ জি কানেকশন চালু হয়ে গেল৷
advertisement
6/6
তবে মনে রাখতে হবে, এয়ারটেলের যে সমস্ত গ্রাহকরা এই পরিষেবা পেতে চান, তাঁদের অবশ্যই ফাইভ জি প্রযুক্তির ফোন থাকতে হবে, পাশাপাশি আপনাকে এমন কোনও এলাকার বাসিন্দা হতে পারে, যেটি ফাইভ জি পরিষেবার অন্তর্ভূক্ত৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এয়ারটেলের ফাইভ জি চালু আট শহরে, কী করে আপনার ফোনে পাবেন সুবিধা, দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল