TRENDING:

Airtel-এর সস্তার প্ল্যান! ৮৪ দিন, ৬ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, খরচ মাত্র ৪৫৫ টাকা

Last Updated:
Airtel Prepaid Plans With 84 Days Validity: যাঁরা ৮৪ দিনের জন্য নিজেদের ফোন চালু রাখতে চান, তাঁদের জন্য রয়েছে এয়ারটেলের একটি আকর্ষণীয় প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের সেই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/8
Airtel-এর সস্তার প্ল্যান! ৮৪ দিন, ৬ জিবি ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং
Airtel Prepaid Plans With 84 Days Validity:ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। ৫জি সার্ভিস চালু হওয়ার আগে থেকেই ভারতে বিভিন্ন টেলিকম কোম্পানির মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। এর ফলে বিভিন্ন টেলিকম কোম্পানিকে তাদের প্ল্যানের দাম কমাতে হয়। এরপর থেকে নিজেদের গ্রাহক ধরে রাখার জন্য বিভিন্ন টেলিকম কোম্পানি বিভিন্ন ধরনের প্ল্যান লঞ্চ করে চলেছে।
advertisement
2/8
Airtel Prepaid Plans With 84 Days Validity:কিন্তু, যাঁরা ৮৪ দিনের জন্য নিজেদের ফোন চালু রাখতে চান, তাঁদের জন্য রয়েছে এয়ারটেলের একটি আকর্ষণীয় প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের সেই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/8
Airtel Prepaid Plans With 84 Days Validity: এয়ারটেল ভারতের একটি বৃহৎ টেলিকম কোম্পানি। কোম্পানি তাদের গ্রাহকদের বিভিন্ন প্রিপেড প্ল্যান অফার করে। এই প্ল্যান বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী লঞ্চ করা হয়। বেশিরভাগ গ্রাহকই ৮৪ দিনের প্ল্যান রিচার্জ করতে পছন্দ করেন। যাঁরা এয়ারটেলের সিম সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য রয়েছে সুখবর। কারণ এয়ারটেল নিয়ে এসেছে সবচেয়ে সস্তার একটি প্ল্যান।
advertisement
4/8
Airtel Prepaid Plans With 84 Days Validity: আসলে এই প্ল্যানটি ৪৫৫ টাকার। এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সঙ্গে উপলব্ধ। Airtel-এর এই প্রিপেড প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কলের সুবিধা দেওয়া হয়।
advertisement
5/8
একই সঙ্গে এই প্রিপেড প্ল্যানে গ্রাহকদের ৯০০টি এসএমএসও দেওয়া হয়। এর মধ্যে গ্রাহকদের দৈনিক সীমা হবে ১০০। এই SMS সীমার পরে, গ্রাহকদের স্থানীয় SMS-এর জন্য ১ টাকা এবং STD-এর জন্য একটি SMS এর জন্য ১.৫ টাকা দিতে হবে৷
advertisement
6/8
ডেটা সম্পর্কে কথা বললে বলতে হয় যে, পুরো প্ল্যানের বৈধতার সময় গ্রাহকরা মোট ৬ জিবি পাবেন। এই সীমা শেষ হওয়ার পরে, গ্রাহকদের ৫০p/MB চার্জ করা হবে। কেউ যদি অতিরিক্ত ডেটা চান, তাহলে তিনি অ্যাড-অন-ডেটা কিনতে পারেন।
advertisement
7/8
এগুলি ছাড়াও, গ্রাহকরা এই প্ল্যানে ৩ মাসের জন্য বিনামূল্যে Apollo ২৪|৭ সার্কেল অ্যাক্সেস এবং বিনামূল্যে Hellotunes পাবেন। এর মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে কলার টিউন সেট করতে পারবেন।
advertisement
8/8
একই সঙ্গে গ্রাহকরা বিনামূল্যে উইঙ্ক মিউজিকের অ্যাক্সেসও পাবেন। এটি ৮৪ দিনের বৈধতার সঙ্গে কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান। তাই যে গ্রাহকরা শুধুমাত্র কল করার জন্য এয়ারটেলের সিম ব্যবহার করেন, তাঁদের পক্ষে এই প্ল্যান বেশ সাশ্রয়ী হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel-এর সস্তার প্ল্যান! ৮৪ দিন, ৬ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, খরচ মাত্র ৪৫৫ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল