advertisement
1/6

দীপাবলি দুয়ারে৷ ভাইফোঁটাও৷ তা গিফট হিসেবে স্মার্টফোন এখন 'হট কচুরিজ'৷ আপনার বাজেট কত? যদি ১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন খোঁজেন, তা হলে এই মুহূর্তে বাজারে সেরা ৫টি স্মার্টফোনের হদিশ রইল আপনার জন্য৷ সেরা অবশ্য এই কারণে, এই ফোনগুলির বিক্রি ভালো হচ্ছে৷ ফোনগুলি সব কটিই ১০ হাজার টাকার নীচে দামের স্মার্টফোন৷
advertisement
2/6
Honor 7S: Honor তাদের বাজেট ফোন 7S লঞ্চ করেছে ভারতের বাজারে৷ ফোনটির দাম ৬ হাজার ৯৯৯ টাকা৷ ২জিবি RAM ও ১৬জিবি ইনবিল্ট স্টোরেজের ফোনটি ৫.৪৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে৷ ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোSD এক্সপ্যান্ডেবল মেমরি৷
advertisement
3/6
Realme 2: ফোনটির দাম ৮ হাজার ৯৯০ টাকা৷ ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এই ফোনটির রেজোলিউশন 720x1520 পিক্সেল৷ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৫০ SoC ও ৩জিবি বা ৪জিবি RAM-এর দুটি ভ্যারিয়েন্ট আছে৷ ৩২জিবি/৬৪জিবি ইনবিল্ট স্টোরেজ৷ অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম ও 4230mAh ব্যাটারি৷
advertisement
4/6
Xiaomi Redmi Y2: ৩জিবি RAM ৩২জিবি স্টোরেজের এই ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা৷ ৪জিবি RAM ও ৬৪জিবি স্টোরেজের মডেলটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা৷ ৫.৯৯ ইঞ্চির HD+ ডিসপ্লে৷ ১২ মেগিপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ক্যামেরা৷
advertisement
5/6
Honor 7C: ১০ হাজারের নীচে স্মার্টফোন খুঁজলে এই ফোনটিও দেখতে পারেন৷ ৩জিবি/৩২জিবি ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা৷ ৪জিবি/৬৪জিবি স্টোরেজের দাম ১১ হাজার ৯৯৯ টাকা৷ ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লে-র ফোনটি 1440x720 পিক্সেল রেজোলিউশন ও ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও৷ ২৫৬জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি৷ অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম৷ এলইডি ফ্ল্যাশের সঙ্গে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা৷
advertisement
6/6
Realme 1: ৬ ইঞ্চির FullHD+ IPS এলসিডি ডিসপ্লের ফোনটির ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও৷ ৬জিবি RAM ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ৷ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা৷ ৩৪১০ mAh ব্যাটারির ফোনটিতে পাচ্ছেন ডুয়াল-সিম ও অ্যান্ড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেম৷