২০০০ টাকা সস্তা হচ্ছে শাওমির এই ৫জি স্মার্টফোন, মিলবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
যে সকল গ্রাহক এই মুহূর্তে ৫জি স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে শাওমির এক ধামাকা অফার। কারণ শাওমির শক্তিশালী ৫জি ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে
advertisement
1/6

সামনেই দীপাবলি। তাই স্মার্টফোন, টিভি ও আরও নানা সামগ্রীর উপর বিভিন্ন ধরনের অফার আনছে প্রস্তুতকারী সংস্থাগুলি। শাওমি তার ব্যতিক্রম নয়। আসন্ন আলোর উৎসবের জন্য তারাও এনেছে এক আকর্ষণীয় অফার। যার মাধ্যমে গ্রাহকরা শাওমি কোম্পানির স্মার্টফোন, স্মার্ট টিভি এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন আকর্ষণীয় ছাড়ে।
advertisement
2/6
সম্প্রতি ভারতে চালু হয়েছে ৫জি পরিষেবা। যে সকল গ্রাহক এই মুহূর্তে ৫জি স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে শাওমির এক ধামাকা অফার। কারণ শাওমির এক আধুনিক, উন্নত এবং শক্তিশালী ৫জি ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। অর্থাৎ উৎসবের মরশুমে সস্তা হবে শাওমির ওই ৫জি স্মার্টফোন। দেখে নেওয়া যাক, সেই ফোনের বিষয়ে।
advertisement
3/6
শাওমি-র অফার: সূত্রের খবর, শাওমি এমআই ১১আই ৫জি ফোনের আসল দাম হল ৩১,৯৯৯ টাকা। কিন্তু দীপাবলির উপলক্ষে আকর্ষণীয় ছাড়ের মাধ্যমে শাওমির ওই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২১,৪৯৯ টাকায়। এ-ছাড়াও শাওমি এমআই ১১আই ৫জি ফোনের উপর মিলছে বিভিন্ন ধরনের অফারও। কী রকম। আসলে শাওমির ওই ৫জি ফোনের ক্ষেত্রে রয়েছে এক্সচেঞ্জ অফারও। এর মাধ্যমে গ্রাহকরা এই ফোনের উপরে ২০০০ টাকার ছাড়ও পেয়ে যেতে পারেন।
advertisement
4/6
তা-ছাড়া এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ২৪০০×১০৮০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। আর রয়েছে ১২০ এইচডি রিফ্রেশ রেট এবং ৩৬০ এইচজেড পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট। শাওমি এমআই ১১আই ৫জি ফোনে আছে ১২০০ নিটস পিক ব্রাইটনেস। আর শাওমির এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫।
advertisement
5/6
শাওমি এমআই ১১আই ৫জি ফোনে রয়েছে শক্তিশালী ৫১৬০ এমএএইচ ব্যাটারি। যা ৬৭ ডব্লিউ টার্বো চার্জিং সাপোর্ট যুক্ত। এ-ছাড়াও শাওমির এই ফোনের বাক্সে গ্রাহকরা ৬৭ ডব্লিউ চার্জার পেয়ে যাবেন। এ-ছাড়া থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি এবং এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশন। শাওমির দুর্দান্ত এই স্মার্টফোনে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
advertisement
6/6
শাওমি এমআই ১১আই ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ, যা এলইডি ফ্ল্যাশ যুক্ত। এই ফোনের পিছনের দিকে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এ-ছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।