TRENDING:

বন্ধ হচ্ছে Windows 7 ! জেনে নিন কী করবেন, কী করবেন না !

Last Updated:
১০ বছর সেবা দেওয়ার পর ২০২০ সালের ১৪ জানুয়ারি হবে Window 7 চালিত কম্পিউটারে নিরাপত্তা আপডেটের শেষ দিন
advertisement
1/6
বন্ধ হচ্ছে Windows 7 ! জেনে নিন কী করবেন, কী করবেন না !
Windows 7 ব্যবহারকারীদের জন্য দুঃখের খবর। বন্ধ হচ্ছে Windows7, জানিয়ে দিল Microsoft। মাইক্রোসফটের সাপোর্ট পেজে দেওয়া তথ্য অনুযায়ী ২২ অক্টোবর, ২০০৯ সালে রিলিজ হয়েছিল Window 7। রিলিজের সময়েই জানান হয়েছিল যে নির্দিষ্ট সময়ের জন্যই সাপোর্ট করবে Windows 7।
advertisement
2/6
১০ বছর সেবা দেওয়ার পর ২০২০ সালের ১৪ জানুয়ারি হবে Window 7 চালিত কম্পিউটারে নিরাপত্তা আপডেটের শেষ দিন। মানে এর পর কম্পানি আর কোনও টেকনিক্যাল সাপোর্ট আর Windowsআপডেট দেবে না।
advertisement
3/6
দেশে বেশির ভাগ কম্পিউটার আর এটিএম মেশিনে এখনও Windows 7 ব্যবহার করে। এমন সময় যদি সাপোর্ট আর আপডেট পাওয়া বন্ধ হয়ে যায় টো সিকিউরিটিতে প্রবলেম হবে।
advertisement
4/6
মাইক্রোসফট জানিয়েছে যে এক্সটেনডেড সাপোর্ট বন্ধ হয়ে গালেও কাজ করবে কম্পিউটার, কিন্তু ইউজার আর অতে কোনও সিকিউরিটি আপডেট পাবে না। মানে যে সব কম্পিউটারে Windows 7 চলবে ওই সব ডিভাইসে ভাইসার আর ম্যালওয়্যারের বপদ আরও বেড়ে যাবে।
advertisement
5/6
গত বছরের শেষ দিকে ব্যবহারকারীর হিসাব ধরলে ডেস্কটপে উইন্ডোজ ৭–কে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ১০। কোম্পানি বলেছে যে সিকিউরিটি রিস্ক আর ভাইরাস থেকে বাঁচতে Windows 10-এ আপগ্রেট করতে। মার্চ মাসেই Windows 7 বন্ধের ঘোষণা করেছিল মাইক্রোসফট আর জানিয়েছিল ছিল চলতি বছরের শেষেই ইউজারদের নোটিফিকেশন পাঠাটে শুরু করবে।
advertisement
6/6
২০২০ পর থেকে যেসব প্রতিষ্ঠান বা করপোরেট গ্রাহক অর্থের বিনিময়ে উইন্ডোজ ৭–এর নিরাপত্তা আপডেট নিতে চাইবেন, কেবল তাঁদেরই সে সুযোগ দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বন্ধ হচ্ছে Windows 7 ! জেনে নিন কী করবেন, কী করবেন না !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল