TRENDING:

Micromax In Note 2: Samsung-কে দেবে টক্কর ! কম দামে, দারুণ ফিচারে বাজারে এল Micromax In Note 2

Last Updated:
Micromax In Note 2: দারুণ ফিচার। দাম শুনলে অবাক হবেন, এতটাই কম। অতিরিক্ত ছাড়ও থাকছে ! জেনে নিন কবে থেকে শুরু হবে সেল...
advertisement
1/6
কম দামে বাজারে এল Micromax In Note 2 ! শুরু হতে চলেছে সেল! পেয়ে যান অতিরিক্ত ছাড়
মাইক্রোম্যাক্স সদ্যই নিয়ে এসেছে তাঁদের নতুন Micromax In Note 2 ফোনটি। এই নতুন মডেলের ভারতীয় মডেলটিও  বাজারে এসে গিয়েছে।  মিডিয়া টেক প্রসেসর ও অ্যামলয়েড ডিসপ্লের সঙ্গে ঝকঝকে লুকে বাজারে এসেছে এই ফোন।    (Image Credit: News18/ Darab Mansoor Ali)
advertisement
2/6
জানুয়ারির ৩০ তারিখ থেকেই  বিক্রি শুরু হবে Micromax In Note 2-এর। দাম থাকছে ১৩ হাজার ৪৯০ টাকা। তবে বিক্রির শুরু দিকে থাকছে ডিসকাউন্ট। অত এব আরও কমে পাওয়া যাবে এই নতুন Micromax In Note 2।  ফ্লিপকার্টে অর্ডার দিলেই পেয়ে যাবেন Micromax In Note 2।(Image Credit: News18/ Darab Mansoor Ali)
advertisement
3/6
ফ্লিপকার্টে ৩০ জানুয়ারি দুপুর ১২ টা থেকেই শুরু হয়ে যাবে সেল। Micromax In Note 2 সেলের শুরুতেই অর্ডার করলে পেয়ে যাবেন ১২ হাজার ৪৯০ টাকায়। একেবারে হাজার টাকা ডিসকাউন্ট।  (Image Credit: News18/ Darab Mansoor Ali)
advertisement
4/6
Micromax In Note 2 তে থাকছে ৬.৪৩ ইঞ্চির রউল এইচডি এবং অ্যামলয়েড ডিসপ্লে সঙ্গে ৬০ এইচজেড রিফ্রেশ রেট। মিডিয়াটেক জি ৯৫ প্রসেসর থাকছে।। ৪ জিবি  র‍্যাম এবং ৬৪ জিবি ইনটারনাল স্টোরেজ। যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। এছাড়াও থাকছে ৫০০০mAh ব্যাটারি। সঙ্গে ৩০W ফাস্ট চার্জিং।   (Image Credit: News18/ Darab Mansoor Ali)
advertisement
5/6
Micromax In Note 2 এবার নিয়ে  আসছে জোয়াড রেয়ার ক্যামেরা। যা স্যামসংয়ের ডিজাইনের মতোই। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগা পিক্সেলের, সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ২ মেগা পিক্সেলের লেন্স থাকছে। এছাড়াও থাকছে ১৬ মেগাপিক্সেল  ফ্রন্ট ক্যামেরা। (Image Credit: News18/ Darab Mansoor Ali)
advertisement
6/6
Micromax In Note 2 তে ৪জি, ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং ৩.৫ এম এম হেডফোন জ্যাক থাকছে। কালো এবং ওক বা কফি কালারে বাজারে পাওয়া যাবে এই ফোন। স্যামসং এস ২১-কে বড় টক্কর দিতে চলেছে এই ফোন।  (Image Credit: News18/ Darab Mansoor Ali)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Micromax In Note 2: Samsung-কে দেবে টক্কর ! কম দামে, দারুণ ফিচারে বাজারে এল Micromax In Note 2
Open in App
হোম
খবর
ফটো
লোকাল