TRENDING:

ওষুধ কিনতে লাইন দিতে হবে না দোকানে! এই ৫ অ্যাপেই হবে সমাধান

Last Updated:
খদ্দেরের কাজে আসে মেডিসিন অ্যাপগুলো। ওষুধের দাম যেমন বাড়ে, তেমন এরা ভালমতো ডিসকাউন্টও দেয়, সঙ্গে দায়িত্ব নিয়ে ওষুধ পৌঁছেও দিয়ে যায় বাড়িতে।
advertisement
1/8
ওষুধ কিনতে লাইন দিতে হবে না দোকানে! এই ৫ অ্যাপেই হবে সমাধান
ওষুধের দোকানকেও দোষ দিয়ে লাভ নেই, তারা একসঙ্গে কত খদ্দের সামলাবে! তাছাড়া তারা খুচরো দোকান, সব সময়ে অনেকটা ডিসকাউন্ট দেওয়া তাদের পক্ষেও সম্ভব হয় না। এর ওপরে যদি কোনও একটা ওষুধ না পাওয়া যায়, তাহলে তো হয়েই গেল। সব চেয়ে বড় কথা- অসুস্থ হয়ে পড়লে তখন কি আর নিজে ছুটে দোকানে যাওয়া সম্ভব?
advertisement
2/8
এতগুলো যদি যেখানে জড়িয়ে থাকে, সেখানে একটা বিকল্প কিছুর কথা তো ভাবতেই হয়। এখানেই খদ্দেরের কাজে আসে মেডিসিন অ্যাপগুলো। ওষুধের দাম যেমন বাড়ে, তেমন এরা ভালমতো ডিসকাউন্টও দেয়, সঙ্গে দায়িত্ব নিয়ে ওষুধ পৌঁছেও দিয়ে যায় বাড়িতে।
advertisement
3/8
তা বলে সব অ্যাপ যে বিশ্বাসযোগ্য, এমনটা হলফ করে বলা যাবে না। কে জাল ওষুধ দেবে, তার গ্যারান্টি কী! তাই খানে দেওয়া হল সেরা ৫ মেডিসিন অ্যাপের তালিকা, এরা সঙ্গে থাকলে চিন্তার কারণই নেই।
advertisement
4/8
1mg সবার আগে এই প্ল্যাটফর্মের নাম কেন? কারণ এখানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক- তিন রকমের ওষুধই মেলে। পাশাপাশি, এদের মাধ্যমে ডাক্তারও দেখানো যায়।
advertisement
5/8
Apollo 24x7 বিজ্ঞাপনের দৌলতে এদের নাম চোখে পড়েছে প্রায় সবার। ওষুধ তো পাওয়া যাবেই ঘরে বসে, সঙ্গে অ্যাপোলো ক্লিনিকের যে কোনও শাখার যে কোনও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যাবে।
advertisement
6/8
Netmeds এদের নামও অনেকেরই জানা, অন্তত চোখে পড়েছে কোথাও না কোথাও। সারা ভারতেই এরা পরিষেবা দিয়ে থাকে। ওষুধ ডেলিভারি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশিই ল্যাব ডায়াগনস্টিক সার্ভিসও এদের কাছ থেকেই পাওয়া যায়, ফলে, ঝক্কি কমে এক ধাপে।
advertisement
7/8
Pharmeasy এদের নামও হালে কলকাতার অনেক জায়গাতেই চোখে পড়ছে, সারা ভারতে এরা ইতিমধ্য়েই বিখ্যাত, বিশেষ ব্যাপার হল শুধু ওষুধই নয়, স্বাস্থ্য সমস্যার আনুষঙ্গিক জিনিসও এদের কাছ থেকেই পাওয়া যায়।
advertisement
8/8
Practo অনেক দিনের চেনা নাম। দরকার হলেই এদের অ্যাপে ভিডিওতে এলাকার কাছাকাছি ডাক্তার দেখিয়ে নেওয়া যাবে, ঘরে বসে পাওয়া যাবে ওষুধ। ল্যাব ডায়গনস্টিক পরিষেবার দরকার হলে বাড়িতে এসে স্যাম্পলও নিয়ে যাবে এরা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ওষুধ কিনতে লাইন দিতে হবে না দোকানে! এই ৫ অ্যাপেই হবে সমাধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল