নতুন বছরেই বন্ধ হচ্ছে মধ্যবিত্তের প্রিয় গাড়ির প্রোডাকশন, মন খারাপ করা খবর
- Published by:Suman Majumder
Last Updated:
Maruti ALto: মধ্যবিত্তের চারচাকার স্বপ্ন পূরণ করেছে এই গাড়ি। সেই গাড়ির প্রোডাকশন বন্ধ হতে চলেছে!
advertisement
1/5

নতুন বছর শুরু হতে আর বাকি মাত্র ৭ দিন। আর শেষবেলায় মন খারাপ করা খবর। মধ্যবিত্তের প্রিয় গাড়ি Maruti Alto 800-র প্রোডাকশন বন্ধ হতে চলেছে।
advertisement
2/5
নতুন বছরে ভারতে রিয়েল ড্রাইভিং ইমিশন (RDE) আইন লাগু হবে। এই আইনের সঙ্গে তাল মেলাতে না পারায় ১৭টি মডেলের গাড়ির প্রোডাকশ বন্ধ হচ্ছে। সেই তালিকায় রয়েছে অল্টো।
advertisement
3/5
নতুন আইন মেনে ২০২৩ সালে ভারতে প্রতিটি গাড়িতে একটি সেলফ ডায়াগনস্টিক ডিভাইস বসানো হবে। গাড়ি চললে ইমিশন লেভেল ডিটেক্ট করবে এই ডিভাইস।
advertisement
4/5
অল্টো ছাড়াও Tata Altroz ডিজেল, Renault Kwid 800, Mahindra Alturas G4, Mahindra Marazzo, Mahindra KUV100, Nissan Kicks, Toyota Innova Crysta পেট্রল, Skoda Octavia, Skoda Superb , Hyundai i20 ডিজেল, Hyundai Verna ডিজেল, Honda City 4th Gen, Honda City 5th Gen ডিজেল, Honda Amaze ডিজেল, Honda Jazz ও Honda WR-V।-এর মতো মডেলগুলি বন্ধ হবে ২০২৩ সালে।
advertisement
5/5
বহু বছর ধরে মধ্যবিত্তের চারচাকার স্বপ্ন পূরণ করছে মারুতি অল্টো ৮০০। এমন একটি জনপ্রিয় গাড়ির প্রোডাকশন বন্ধের খবরে অনেকেরই হয়তো মন খারাপ হবে। তবে এখনও এই মডেলের বুকিং চলছে।