TRENDING:

নতুন বছরেই বন্ধ হচ্ছে মধ্যবিত্তের প্রিয় গাড়ির প্রোডাকশন, মন খারাপ করা খবর

Last Updated:
Maruti ALto: মধ্যবিত্তের চারচাকার স্বপ্ন পূরণ করেছে এই গাড়ি। সেই গাড়ির প্রোডাকশন বন্ধ হতে চলেছে!
advertisement
1/5
নতুন বছরেই বন্ধ হচ্ছে মধ্যবিত্তের প্রিয় গাড়ির প্রোডাকশন, মন খারাপ করা খবর
নতুন বছর শুরু হতে আর বাকি মাত্র ৭ দিন। আর শেষবেলায় মন খারাপ করা খবর। মধ্যবিত্তের প্রিয় গাড়ি Maruti Alto 800-র প্রোডাকশন বন্ধ হতে চলেছে।
advertisement
2/5
নতুন বছরে ভারতে রিয়েল ড্রাইভিং ইমিশন (RDE) আইন লাগু হবে। এই আইনের সঙ্গে তাল মেলাতে না পারায় ১৭টি মডেলের গাড়ির প্রোডাকশ বন্ধ হচ্ছে। সেই তালিকায় রয়েছে অল্টো।
advertisement
3/5
নতুন আইন মেনে ২০২৩ সালে ভারতে প্রতিটি গাড়িতে একটি সেলফ ডায়াগনস্টিক ডিভাইস বসানো হবে। গাড়ি চললে ইমিশন লেভেল ডিটেক্ট করবে এই ডিভাইস।
advertisement
4/5
অল্টো ছাড়াও Tata Altroz ডিজেল, Renault Kwid 800, Mahindra Alturas G4, Mahindra Marazzo, Mahindra KUV100, Nissan Kicks, Toyota Innova Crysta পেট্রল, Skoda Octavia, Skoda Superb , Hyundai i20 ডিজেল, Hyundai Verna ডিজেল, Honda City 4th Gen, Honda City 5th Gen ডিজেল, Honda Amaze ডিজেল, Honda Jazz ও Honda WR-V।-এর মতো মডেলগুলি বন্ধ হবে ২০২৩ সালে।
advertisement
5/5
বহু বছর ধরে মধ্যবিত্তের চারচাকার স্বপ্ন পূরণ করছে মারুতি অল্টো ৮০০। এমন একটি জনপ্রিয় গাড়ির প্রোডাকশন বন্ধের খবরে অনেকেরই হয়তো মন খারাপ হবে। তবে এখনও এই মডেলের বুকিং চলছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
নতুন বছরেই বন্ধ হচ্ছে মধ্যবিত্তের প্রিয় গাড়ির প্রোডাকশন, মন খারাপ করা খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল