TRENDING:

পেট্রোল পাম্পে গিয়ে ২, ৩, ৫ 'থিওরি' মনে রাখুন, ঠকবেন না কখনও, টাকা বাঁচবে অনেক

Last Updated:
পেট্রোল পাম্পের মিটারে শূন্য দেখলে আপনার মনে হয় এবার আপনার সঙ্গে কোনও রকমের প্রতারণা হবে না। কিন্তু শূন্যের পর অনেক পেট্রোল পাম্পের মিটার সরাসরি ৫-৬ এ পৌঁছে যায়।
advertisement
1/6
পেট্রোল পাম্পে গিয়ে ২, ৩, ৫ 'থিওরি' মনে রাখুন, ঠকবেন না কখনও, টাকা বাঁচবে অনেক
পেট্রোল পাম্পে মোটরসাইকেল বা গাড়িতে তেল ভরার আগে অনেক সময়ই পাম্প কর্মীরা তেল দেওয়ার মেশিনের মিটারে শূন্য বা জিরো রিডিং আছে কি না, দেখে নিতে বলেন৷ আর আপনি যদি তা চেক না করেন, তা হলে কিন্তু ঠকতে হয়।
advertisement
2/6
সাধারণত পেট্রোল পাম্পের মিটার শূন্য দেখালে পেট্রোল ভরা শুরু হয় আপনার গাড়িতে। তার পর আপনি যে পরিমাণ টাকার জ্বালানি ভরতে চাইছেন সেই টাকার পেট্রোল বা ডিজেল পাবেন। সাদা চোখে দেখলে এতে কোনওরকম ঠকবাজি হওয়ার সম্ভাবনা নেই।
advertisement
3/6
পেট্রোল পাম্পের মিটারে শূন্য দেখলে আপনার মনে হয় এবার আপনার সঙ্গে কোনও রকমের প্রতারণা হবে না। কিন্তু শূন্যের পর অনেক পেট্রোল পাম্পের মিটার সরাসরি ৫-৬ এ পৌঁছে যায়। সেই দিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। তখনই হয় আসল কারচুপি।
advertisement
4/6
আমাদের মধ্যে অনেকেই ১০০,২০০,৫০০ টাকার পেট্রোল ভরাই নিয়মিত। আর এখানেই ভুলটা হয়। অনেক সময় পেট্রোল পাম্পের মেশিনে তেলের পরিমাণ আগে থেকেই সেট করা থাকে। আপনি প্রতারণা এড়াতে লিটার মেপে তেল ভরাতে পারেন।
advertisement
5/6
সব সময় নিজের এলাকার নির্ভরযোগ্য পেট্রোল পাম্পে যান। তার পর সেখানে ২, ৩, ৫ লিটার পেট্রোল ভরান। এতে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কমবে।
advertisement
6/6
পেট্রোল পাম্প আপনাকে প্রতারিত করার চেষ্টা করলে অভিযোগ দায়ের করতে পারেন। সরাসরি সেই পাম্পের মালিককে অভিযোগ জানাতে পারেন। ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প সম্পর্কে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর 1800-22-4344 এ কল করুন। HP পেট্রোল পাম্প সম্পর্কে অভিযোগের জন্য টোল-ফ্রি হেল্পলাইন নম্বর 1800-2333-555 এ কল করুন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পেট্রোল পাম্পের জন্য 1800 2333 555 নম্বরে কল করতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
পেট্রোল পাম্পে গিয়ে ২, ৩, ৫ 'থিওরি' মনে রাখুন, ঠকবেন না কখনও, টাকা বাঁচবে অনেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল