TRENDING:

Inverter Bulb: লোডশেডিং হলেও চিন্তা নেই! কারেন্ট চলে গেলেও ১২ ঘণ্টা পর্যন্ত জ্বলবে এই বাল্ব

Last Updated:
এই ধরনের বাল্ব এক চার্জে একটানা ১২ ঘণ্টা জ্বলতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই ইনভার্টার বাল্বের সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/6
লোডশেডিং হলেও চিন্তা নেই! কারেন্ট চলে গেলেও ১২ ঘণ্টা পর্যন্ত জ্বলবে এই বাল্ব
ভারতের বিভিন্ন জায়গায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরম। এই তীব্র গরমের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় আরও একটি সমস্যা মাথাচাড়া দিয়েছে। সেটি হল লোডশেডিং। দেশের বিভিন্ন শহরে ঘণ্টার পর ঘণ্টা ধরে লোডশেডিং হয়ে চলেছে। এর ফলে গরমের পাশাপাশি রাতে আলোর সমস্যাও দেখা দিতে শুরু করেছে। দিনের বেলা সূর্যের আলোতে কাজ করতে কোনও সমস্যা না হলেও, রাতে সূর্যের আলো নিভে গেলে অন্ধকারে কাজ করা কঠিন হয়ে পড়ে।
advertisement
2/6
এমন পরিস্থিতিতে, প্রয়োজন এমন লাইটের, যা একটানা অনেক সময় পর্যন্ত জ্বলতে পারে, তাও বিদ্যুৎ ছাড়া। শুনতে অবাক লাগলেও বর্তমানে বাজারে এমন বেশ কিছু ইনভার্টার বাল্ব রয়েছে। যা বিদ্যুৎ ছাড়াও একটানা লম্বা সময় পর্যন্ত জ্বলতে সক্ষম। এর সঙ্গে ব্যাটারিও পাওয়া যায়। এই ধরনের বাল্ব এক চার্জে একটানা ১২ ঘণ্টা জ্বলতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই ইনভার্টার বাল্বের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/6
এই ধরনের ইনভার্টার বাল্ব বহু রঙের বিকল্পে পাওয়া যায়। আবার সাদা রঙের বাল্বও পাওয়া যায়। অর্থাৎ গ্রাহকরা নিজেদের পছন্দের রঙের বাল্ব বেছে নিতে পারবেন। এই বাল্ব গ্রাম ও গ্রামাঞ্চলের সেই সব বাড়িতে সহজেই কাজে লাগতে পারে, যেখানে কোনও ইনভার্টার নেই এবং সারা রাত বিদ্যুৎ থাকে না। একই সঙ্গে এই ইনভার্টার এলইডি বাল্বে বিভিন্ন দুর্দান্ত ফিচারও দেওয়া হয়েছে।
advertisement
4/6
ইনভার্টার বাল্বের ফিচার - ইনভার্টার বাল্বে ২২০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বাল্বে বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়। দাম অনুযায়ী বাল্বের ব্যাটারির পাওয়ার দেওয়া হয়। বর্তমানে জনপ্রিয় একটি বাল্ব হল উইপ্রোর তৈরি বাল্ব। এই বাল্ব ১২W-এর।
advertisement
5/6
ইনভার্টার বাল্বের দাম - এই বাল্বটি ই-কমার্স সাইটে ৯৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু, এই মুহূর্তে একটি ধামাকা অফার চলছে, যেখানে গ্রাহকরা মাত্র ৫২০ টাকায় ৪৭ শতাংশ ডিসকাউন্টে ইনভার্টার বাল্ব কিনতে পারবেন।
advertisement
6/6
অ্যামাজন থেকে ইনভার্টার বাল্ব কিনলে গ্রাহকরা বিনামূল্যে ডেলিভারি, পেমেন্ট অন ডেলিভারি, ১০ দিনের রিটার্ন সুবিধা এবং এক বছরের ওয়ারেন্টি পাবে। এছাড়াও, গ্রাহকরা ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্টে ইনভার্টার বাল্বের অন্যান্য বিকল্পগুলিও পাবেন। কেউ যদি বেশি পাওয়ার বা বেশি ব্যাটারি ব্যাকআপের বাল্ব কিনতে চান, তাহলে তিনি ই-কমার্স সাইটে সার্চ করতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Inverter Bulb: লোডশেডিং হলেও চিন্তা নেই! কারেন্ট চলে গেলেও ১২ ঘণ্টা পর্যন্ত জ্বলবে এই বাল্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল