Bikes: বাদুড়ঝোলা হয়ে রোজ যাতায়াত করতে হয়? ভাল মাইলেজ দেওয়া বাইক কিনবেন? রইল হদিশ
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Mileage Bikes- এই সময় কুল-ক্যাজুয়াল সাজার জন্য অনেকেই মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখেন। তবে সাধ থাকলেও সাধ্য না-ও থাকতে পারে কলেজে পড়াকালীন। তাই সস্তায় ভাল বাইকের খোঁজ দিলাম আমরা।
advertisement
1/6

কলেজের রঙিন দিনগুলি যেন জীবনের সেরা সময় হয়ে ওঠে। বন্ধুমহলে নিজের প্রতিপত্তি জমানোর কথা ভাবেন অনেক কলেজ পড়ুয়াই। আসলে এই সময় কুল-ক্যাজুয়াল সাজার জন্য অনেকেই মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখেন। তবে সাধ থাকলেও সাধ্য না-ও থাকতে পারে কলেজে পড়াকালীন। তাই আজকের প্রতিবেদনে বেশ কিছু সাশ্রয়ী মোটরসাইকেলের হদিশ দেব, যা দামের দিক থেকেও সস্তা আর পকেটেও চাপ ফেলবে না।
advertisement
2/6
Royal Enfield Hunter 350:দামের দিক থেকে আকর্ষণীয় তো বটেই, আর এর মজবুত রেট্রো ডিজাইনও নজর কাড়ার জন্য যথেষ্ট। এই মোটরসাইকেলকে সম্প্রতি আপডেট করা হলেও দাম বাড়ানো হয়নি। এই মোটরসাইকেলের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – বেস – Factory Black মিলবে ১৪৯৯০০ টাকায়। মিড ভ্যারিয়েন্ট– Rio White এবং Dapper Grey পাওয়া যাবে ১৭৬৭৫০ টাকায়। আর টপ ভ্যারিয়েন্ট – Tokyo Black, London Red এবং Rebel Blue মিলবে ১৮১৭৫০ টাকায়।
advertisement
3/6
Bajaj Pulsar:এটা সবথেকে সাশ্রয়ী 160cc মটরসাইকেল। এর ফিচারগুলির মধ্যে অন্যতম হল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডিসট্যান্স টু এম্পটি রিউআউট এবং অ্যাভারেজ ফুয়েল ইকোনমি। এই মোটরসাইকেলে রয়েছে ড্যুয়াল-চ্যানেল ABS, USB চার্জিং পোর্ট এবং ৩০০এমএম ফ্রন্ট ডিস্ক এবং ২৩০এমএম রিয়ার ডিস্ক ব্রেক।
advertisement
4/6
Suzuki Gixxer SF:স্টাইলিশ বাইক-প্রেমীদের জন্য একেবারে আদর্শ Suzuki Gixxer SF। চারটি ভ্যারিয়েন্ট রয়েছে এই বাইকের। যার দাম ১.৩৮ লক্ষ টাকা থেকে ১.৪৮ লক্ষ টাকার মধ্যে (ex-showroom)। তিনটি রঙে মিলবে এই বাইক – অল ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট এবং গ্রে উইথ গ্রিন। এর এলইডি হেডলাইট এবং টেল ল্যাম্পে রয়েছে Bluetooth-enabled ইনস্ট্রুমেন্ট প্যানেল। ফলে মিলবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম, কলার আইডি, মিসড কল, এসএমএস ও WhatsApp অ্যালার্ট এবং সিঙ্গেল-চ্যানেল ABS-এর মতো ফিচার।
advertisement
5/6
Yamaha FZ-S FI:Yamaha FZ-S FI-এর OBD2B-compliant 149cc এয়ার কুলড ইঞ্জিনের সঙ্গে আসে Yamaha-র Smart Motor Generator (SMG) এবং Stop & Start System (SSS)। এতে রয়েছে একটি নতুন ৪.২ ইঞ্চির ফুল-কালার TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যা Y-Connect অ্যাপের মাধ্যমে একটি স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
advertisement
6/6
Apache RTR 200 4V:TVS Motor-এর রেসিং ডিএনএ-র কথা মাথায় রেখেই আনা হয়েছে Apache RTR 200 4V। এটাই এই সেগমেন্টের প্রথম বাইক, যা Sport, Urban এবং Rain - এর মতো রাইড মোড প্রদান করে। এতে রয়েছে ড্যুয়াল চ্যানেল ABS এবং একটি স্মার্ট ইনস্ট্রুমেন্ট প্যানেলও।